Khoka Ilish : মৎস্যজীবীদের জালে ২৬ হাজার খোকা ইলিশ, নিষেধাজ্ঞা উড়িয়ে মাছ ধরায় উদ্বেগ – 26 thousand khoka ilish caught by fisherman of diamond harbour


কথায় আছে মাছে-ভাতে বাঙালি। আর তা যদি ইলিশ হয় তো কথাই নেই। কিছুদিন আগেই দিঘার বাজারে পাওয়া যাচ্ছিল ইলিশ। কিন্তু, সেই সময় দামের ছ্যাঁকায় রীতিমতো হাত পুড়ছিল মধ্যবিত্তের।

কিন্তু, এবার ডায়মন্ড হারবার বাজারেও ঢুকল ১০০ থেকে ২৫০ গ্রামের খোকা ইলিশ। ছোট ইলিশ তুলে তা অল্প দামে বিক্রি করার প্রবণতায় আশঙ্কায় মৎস্যজীবীদের একাংশ।

Ilish Fish Price : দিঘার বাজারে হাজির মরশুমের প্রথম ইলিশ, দাম জানেন?
১৫ জুন মাছ ধরার উপর থেকে নিষেধাজ্ঞা সরানো হয়েছে। এরপরেই হাজার হাজার ট্রলার নদী এবং সমুদ্রে গিয়েছে মাছ ধরার জন্য। গত রবি এবং সোমবার কিছু ট্রলার ফিরেছে। এর মধ্য দশটি ট্রলারে খোকা ইলিশ এসেছে, জানা গিয়েছে এমনটাই। জানা গিয়েছে, মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে প্রায় ২৬ টন খোকা ইলিশ।

এদিকে ছোট ইলিশ ধরা পড়ার বিষয়টি সামনে আসার পরেই আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ব্যবসায়ীদের একাংশ। তাঁদের কথায়, এখন থেকেই যদি খোকা ইলিশ সরিয়ে নেওয়া হয় সেক্ষেত্রে আগামীদিনে বড় ইলিশ পেতে সমস্যার মুখোমুখি হতে হবে। সেক্ষেত্রে একদিকে যেমন বড় ইলিশ পাবেন না সাধারণ মানুষ, আর যা সামান্য পাওয়া যাবে তার দামও হবে আকাশছোঁয়া।

Hilsa Fish : ইলিশ প্রেমীদের সুখবর! রুপোলি শস্যের সন্ধানে সমুদ্রে পাড়ি দিল ৩ হাজার ট্রলার
মৎস্যজীবীদের একাংশের জানাচ্ছেন, কিছু ট্রলার বাংলাদেশের কাছাকাছি যাচ্ছে এবং সেখান থেকে ছোট ইলিশ ধরছে। কিন্তু, নিয়ম মোতাবেক ৫০০ গ্রামের নীচের ইলিশ ধরা যায় না। কিন্তু, যে ইলিশগুলি ধরা হচ্ছে তাদের ওজন সর্বাধিক আড়াইশো গ্রামের কাছাকাছি।

এর আগে প্রশাসনের তরফে মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছিল যাতে কোনও ছোট ইলিশ তারা না ধরে। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে তা শোনা হচ্ছে না, উঠছে এমনটাই অভিযোগ। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই বিষয়টি তারা খতিয়ে দেখছেন। কোনওভাবেই যাতে ছোট ইলিশ ধরা না হয় সেই দিকেও দেওয়া হচ্ছে বিশেষ নজর।

Madan Mitra : ‘কালা রজনীকান্তকে দেখতে যাবেন?’, রাজ্যপালকে নিয়ে ফের বেফাঁস মদন
এদিকে মৎস্যজীবীদের কথায়, ইলিশের মরশুম শুরু হয়েছে। কিন্তু, এখনও পর্যন্ত সেভাবে মাছ পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ মৎস্যজীবীদের। তাঁদের কথায়, এখনও পর্যন্ত যে ট্রলারগুলি ফিরেছে তাতে যে পরিমাণ মাছ এসেছে তা অত্যন্ত কম। এর উপর যদি খোকা ইলিশ ধরা হয় সেক্ষেত্রে আগামীদিনে ইলিশের দাম আরও চড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

Bangladesh Hilsa Fish : বাংলাদেশি ইলিশ এল কম, বাঙালির পাতে টান

প্রসঙ্গত, কিছুদিন আগে দিঘার বাজারে পাওয়া গিয়েছিল ইলিশ। যদিও দামের জন্য তা মধ্যবিত্তের নাগালের বাইরেই ছিল। বর্ষার কয়েক সপ্তাহ পর থেকে জালে বড় ইলিশ উঠবে, আশাবাদী মৎস্যজীবীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *