KMC New Market : ধর্মতলা নিউ মার্কেটে আসছে বড় বদল! চিন্তাভাবনা শুরু পুরসভার – kolkata corporation is thinking to rebuild new market in gariahat model


শহর কলকাতার সঙ্গে ধর্মতলার নিউ মার্কেটের সম্পর্কের কথা কারও অজানা নয়। দুর্গাপুজো থেকে শুরু করে ইদ, শীতকাল হোক বা চৈত সেল, সারাবছরই জমজমাট নিউ মার্কেট চত্বর। কেনাকাটার জন্য বিপুল জমায়েতের কারণে নিউ মার্কেট এলাকায় যান চলাচল খানিক সমস্যাই হয়। সেই কারণে এবার নিউ মার্কেট নিয়ে বিকল্প ভাবনা চিন্তা শুরু করেছে কলকাতা পুরসভা।

পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেট এলাকায় যানযট কমাতে গড়িয়াহাটের আদলে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের স্টল তৈরি করে দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কলকাতা পুরসভা। এর পাশাপাশি বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিট চত্বরে যেসব জায়গায় বেআইনিভাবে হকাররা দখল নিয়ে বসে রয়েছেন, তাঁদের সরিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

Kolkata Street Food : কলকাতাতেই এক টুকরো ব্যাংকক! শহরের ৩ জায়গায় তৈরি হচ্ছে ফুড স্ট্রিট
পুরসভা সূত্রে খবর, নিউমার্কেটে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে সম্প্রতি পুরসভার কর্তৃপক্ষের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সেই বৈঠকে অনুমোদিত হকারদের সংখ্যা সীমাবন্ধ করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।

পুরসভা সূত্রে খবর, কয়েকমাস আগেই একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় প্রকাশিত ফলে দেখা গিয়েছে বার্ট্রাম স্ট্রিট, হুমায়ুন প্লেস এবং লিন্ডসে স্ট্রিট চত্বরে অনেক হকারই বেআইনিভাবে ফুটপাথের জায়গা দখল করে বসে রয়েছেন। তাদেরকেও সেখান থেকে সরানোর বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে তাদের পুনর্বাসন দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্তও নেবে পুরসভা।

New Satellite Health Centre in Kolkata : মহানগরে নতুন স্বাস্থ্যকেন্দ্র, উদ্বোধনে ফিরহাদ হাকিম
এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘গাড়ি চলাচলের রাস্তা দখল করে অনেক হকার অবৈভভাবে ব্যবসা করছেন। ফুটপাথও হকারদের দখলে চলে গিয়েছে। নিউ মার্কেট এলাকার হকারদের গড়িয়াহাটের মতো টিনের স্টল তৈরি করতে হবে। এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। অবৈধ হকার সমস্যার সমাধান করা দরকার।’

কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার এই প্রসঙ্গে বলেন, ‘প্রাথমিক স্তরে এই নিয়ে আলোচনা হয়েছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে এর বেশি কিছু বলা সম্ভব নয়। কারণ আমরা নিজেরা আলোচনা করেছি।’

Kolkata Municipal Corporation : সম্পত্তিকর আদায়ে কঠোর পথে পুরসভা
মার্কেটের দায়িত্বপ্রাপ্ত পুরসভার মেয়র পারিষদ আমিরুদ্দিন ববি এই সময় ডিজিটালকে বলেন, ‘আমাদের মেয়র এই নিয়ে চিন্তাভাবনা করছেন। দেবাশিস কুমারও গোটা বিষয়টি দেখছেন। এমটনা যদি হয় তবে খুবই ভালো হবে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *