Kolkata International Airport : কলকাতা বিমানবন্দর থেকে চালু রাত্রিকালীন বাস পরিষেবা, জানুন সময় – night shift bus service started from kolkata international airport


বিমান যাত্রীদের জন্য সুখবর! এবার কলকাতা বিমানবন্দরে থেকে চালু হচ্ছে রাত্রিকালীন বাস পরিষেবা। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, টালিগঞ্জ, শিয়ালদা যাওয়ার জন্য বাস পরিষেবা চালু করা হল। যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই নতুন এই রাত্রিকালীন বাস পরিষেবা চালু হল বলে জানানো হয়েছে।

Kolkata Airport Fire Incident : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের পিছনে কারণ কী? তদন্তে এয়ারপোর্ট অথরিটি
কলকাতা বিমানবন্দরে চালু হল রাত্রিকালীন বাস পরিষেবা। রাত ১০:০০ নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি হাওড়া, রাত ১১ টায় বিমানবন্দর থেকে টালিগঞ্জ এবং রাত ১২:০০ বিমানবন্দর থেকে শিয়ালদা ভায়া হাওড়া বাস পরিষেবা চালু হল। সোমবার নতুন বাস পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএস বিশপ সরকার, এসিপি এয়ারপোর্ট সুরজিৎ দে, এনএসসিবিআই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ বন্ধু দে সহ অন্যান্যরা।

Kolkata Airport Fire Incident : স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না? বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে প্রশ্ন
নতুন বাস পরিষেবা চালু হওয়ায় ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচালকের বচসা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। প্রসঙ্গত, বিমানবন্দরে আগত যাত্রীদের সঙ্গে ট্যাক্সিচলকদের ভাড়া নিয়ে বাগবিতণ্ডা নিত্যদিনের ঘটনা। এবার সেই সমস্যা থেকে যাত্রীরা অনেকটাই মুক্তি পাবেন বলে আশাবাদী পুলিশ।
আইপিএস বিশপ সরকার জানান, সকাল সাড়ে আটটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই পরিষেবা চালু ছিল। তবে এনএসসিবিআই থানা এবং ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মনে করা হয়েছিল এই পরিষেবা যথেষ্ট নয় রাত্রিকালীন বাস সার্ভিস পরিষেবা আরেকটু বাড়ানো দরকার। পরিবহণ দফতরের সহযোগিতায় আজ সেই বাস পরিষেবা চালু হল রাত বারোটা পর্যন্ত।

Kolkata Airport News : কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, যাত্রীর চিল চিৎকারে হুলস্থুল
রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত যাত্রী পরিষেবার পিকআপ টাইম। তাই এই সময়সীমা ছিল আধ ঘন্টা। সেটি কমিয়ে ১৫ মিনিট অন্তর বাস চালু করা হল। আগে রাত্রে সাড়ে নটা পর্যন্ত বাস পরিষেবা ছিল। সেটি সময়সীমা বাড়িয়ে হয়ে রাত দশটা, এগারোটা এবং রাত বারোটা করা হল। এক ঘণ্টা অন্তর আজ থেকে এই বাস পরিষেবা চালু হল।

Kolkata Airport News : হঠাৎ যাত্রীর চিৎকার, কলকাতা বিমানবন্দরে ছড়াল আতঙ্ক

রাতের দিকে বাসগুলি প্রথম বাসটি শিয়ালদা হয়ে হাওড়া যাবে এবং অপরটি টালিগঞ্জ পর্যন্ত যাবে। রাত্রিকালীন এই পরিষেবা চালু হওয়ার পরে যাত্রীদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। যদি দেখা যায় যথেষ্ট পরিমাণ যাত্রী হচ্ছে তবে এক ঘণ্টা অন্তর সময় সীমাটা কমিয়ে প্রতি আধ ঘণ্টা অন্তর করা হবে এবং বাসের সংখ্যা বাড়ানো হবে বলেও জানান হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *