Krishna Kalyani: কৃষ্ণ কল্যাণীর পা ধোয়ালেন মতুয়ারা! মন্দিরে পুজো দিতে গিয়ে বিতর্কে বিধায়ক


আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নিয়ে প্রচার শুরু করতেই মতুয়া রাজনীতিতে বিতর্কে জড়ালেন বিধানসভার পিএসি চেয়ারম্যান ও রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। প্রথম দিনেই মতুয়াদের মন্দিরে গিয়ে পুজো দিলেন কৃষ্ণবাবু।সেখানে তাঁর পা ধুইয়ে দিলেন মতুয়ারা। সেই ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল ও রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়েছে জেলায়। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়া।

West Bengal Panchayat News : টিকিট পেলেন না তৃণমূল বিধায়ক, দেওয়াল থেকে মোছা হল নাম! মহিষাদলে হইচই

রায়গঞ্জের বাহীন গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর গ্রামে তৃণমূল প্রার্থীদের সঙ্গে নিয়ে মতুয়াদের মন্দিরে যান রায়গঞ্জে বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেখানে গুরুচাঁদ, হরিচাঁদ ঠাকুরের পুজো দেন তিনি। তবে তার আগে মন্দির চত্ত্বরে ঢুকতেই কৃষ্ণবাবুর পা ধুইয়ে গামছা দিয়ে মুছে দেন মতুয়ারা। তার সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রার্থীরাও ছিলেন। আর সেখানে পুজো দিয়ে এলাকায় মিছিল করে তৃণমূল প্রার্থীদের সমর্থনে গ্রামে প্রচারও করেন। আর এনিয়েই বিতর্কের ঝড় উঠেছে জেলা জুড়ে। জেলা বিজেপি নেতৃত্ব ইতিমধ্যেই এই ঘটনায় বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে কুৎসিত ভাষায় কটাক্ষ করেছেন। তাঁকে খানদানি জালি বলে কটাক্ষ করা হয়।বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, ”মতুয়াদের মধ্যে গুরুদের পা ধুইয়ে দেওয়ার রীতি আছে। এক্ষেত্রে তিনি মতুয়াদের দিয়ে পা ধুইয়ে মতুয়া সমাজকে অপমানিত করেছেন। সমগ্র মতুয়া সমাজের ভাবাবেগকে আহত করেছেন। কৃষ্ণ কল্যাণীকে বিধায়ক বানিয়েছে সাধারণ মানুষ। আর সেই সাধারণ মানুষ, ওঁর ভোটারকে দিয়েই পা ধোয়াচ্ছেন। এটা তৃণমূলের সংস্কৃতিতেই হয়।”

Shantanu Thakur : সেই ব্যাকবেঞ্চার শান্তনুই এখন পদ্ম শিবিরের নয়নের মণি

এই ঘটনায় রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পালটা বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ”আমি মতুয়াদের বলিনি। এটা ওদের সংস্কৃতি। বিজেপি আসলে না মতুয়াদের বোঝে, না তাঁর সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতিও বোঝে না। তারা শুধু ধর্মের নামে বিভাজনের সংস্কৃতি বোঝে। ষড়যন্ত্রের রাজনীতি বোঝে। মতুয়ারা আমাকে গুরু মনে করে করেছে না হৃদয় থেকে ভালোবেসে করেছে, সেটা ওখানে গেলেই বিজেপি বুঝতে পারবে। জবাব পেয়ে যাবে।”

West Bengal Panchayat Election : ঠাকুরবাড়িতে জুতো পড়ে কেন্দ্রীয় বাহিনী? প্রতিবাদে মিছিল করে ‘ধিক্কার’ মতুয়াদের একাংশের

Thakurnagar Mela 2023 : মতুয়া মেলায় শুভেচ্ছা মোদীর, আদালতে মমতাবালা!

সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মতুয়াদের ঠাকুরবাড়ি দর্শনে নিয়ে বিক্ষোভের মুখে পড়েন। ঠাকুর বাড়ির গেট বন্ধ করে রাখা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়া গড়ে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জাহাজ প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই ঘটনায় দায়ের হয়েছে একটি মামলাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *