Murshidabad Bomb Blast : মুর্শিদাবাদে বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর বাড়ির চাল! ব্যাপক আতঙ্ক এলাকায় – bomb blast in murshidabad trinamool congress workers house


West Bengal News : একমাসের ব্যবধানে দুবার। ফের বোমা বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির চাল। সোমবার দুপুরে রানীনগর থানার নবীর মোড় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী মফিজুল মোল্লার বাড়ির সামনে গোয়ালঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল এলাকায়।

জানা যায়, সোমবার দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মী মফিজুল মোল্লার বাড়ির পিছনে গোয়ালঘরে বোমা বিস্ফোরণ হয়। ঘটনার পর এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোমা বিস্ফোরণের তীব্রতায় গোয়ালঘরের টালির চাল উড়ে গিয়েছে।

Murshidabad News : আমবাগানে খেলতে গিয়ে বোমা ফেটে আহত ৪ শিশু, চাঞ্চল্য মুর্শিদাবাদে
ঘটনার পর স্থানীয় এক CPIM কর্মী জানান, “শাসক দলের কর্মী সমর্থকরা ভোটে হিংসা ছড়ানোর জন্য বোমা মজুত করে রেখেছিল। মজুত করা বোমা বিস্ফোরণ হয়।” যদিও যে তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ির পিছনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই বাড়ির মহিলা সদস্য লাইলা বিবি জানান, “বোমার ব্যাপারে আমরা কিছুই জানি না। কেউ এখানে বোমা ফেলে যেতে পারে।”

ওই বাড়ির মহিলা সদস্য আরও জানান, “আমরা বাড়ির পাশে বাগানে দড়ি তৈরি করছিলাম, সেই সময় বোমার বিকট আওয়াজ শুনতে পেয়ে ভয় পাই। এই ঘটনায় আমাদের বাড়ির কেউ জড়িত নয়।” যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস কর্মী মফিজুল মোল্লার কোনও বক্তব্য মেলেনি।

Panchayat Election 2023 : CPIM নেতার বাড়িতে বোমা! চাঞ্চল্য কামারপুকুরে
তবে এক স্থানীয় বাসিন্দা জানান, “মফিজুল সক্রিয় একজন তৃণমূল কর্মী। কিন্তু বোমা নিয়ে কারবার করে কিনা জানা নেই। কারণ এই প্রথম ওর বাড়িতে বোমা ফাটতে দেখলাম। তবে আমরা চরম আতঙ্কে রয়েছি এই বোমা ফাটার পর থেকে।”

প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ এই প্রথম নয়। কিছুদিন আগেই নদিয়া জেলার চাপড়ার হাতিশালায় ঘরে মজুদ বোমা ফেটে ভেঙে পড়ে দেওয়াল। এলাকাবাসীর অভিযোগ ছিল, স্থানীয়ভাবে যিনি তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তাঁর বাড়িতেই এই বোমা ফাটে।

Panchayat Election : অগ্নিগর্ভ ভাঙড়ে ফের আতঙ্ক! থানার পিছন থেকে মিলল ব্যাগ ভর্তি বোমা
এর আগে ২২ মে, দুবরাজপুরে বাড়িতে মজুত বোমা থেকে বিস্ফোরণের অভিযোগ ওঠে। তৃণমূল কর্মীর বাড়িতে মজুত বোমায় বিস্ফোরণের অভিযোগ ওঠে সেক্ষেত্রেও। প্রবল বিস্ফোরণে উড়ে যায় তৃণমূল কর্মীর বাড়ির একাংশ।

প্রথমে এগরা, তারপর বজবজ, আর তারপর দুবরাজপুর। সাত দিনে রাজ্যের তিন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর পঞ্চায়েত ভোট সামনে আসতেই মুর্শিদাবাদে এই বোমা বিস্ফোরণ স্থানীয়দের যথেষ্ট আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *