Panchayat Election 2023 : জমার পরে প্রত্যাহার, মনোনয়ন ঘিরে উত্তাপ – today is last day of withdraw nomination papers for west bengal panchayat polls


এই সময়: আজ, মঙ্গলবার পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এই অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে দাদাগিরির অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। কোথাও হুমকি দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার, কোথাও বাড়িছাড়া করা, মারধরের অভিযোগ। পাশাপাশি শাসক দলের প্রার্থীর আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটেছে। অভিযোগ অস্বীকার করেছে শাসক-বিরোধী দু’পক্ষই।

তৃণমূলের সন্ত্রাসের জন্য প্রতিবেশি রাজ্য ঝাড়খণ্ডের দলীয় কার্যালয়ে প্রার্থীদের রাখতে বাধ্য হচ্ছে বিজেপি। বীরভূমের বিজেপি সভাপতি ধ্রুব সাহা সোমবার এমন অভিযোগ করেছেন। একাধিক ব্লকের তৃণমুল নেতাদের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি, চাপ সৃষ্টির অভিযোগ করেন তিনি।

WB Panchayat Election : রাতের অন্ধকারে মনোনয়ন প্রত্যাহারের হুমকি তৃণমূলের বিরুদ্ধে!নির্বাচন কমিশনে যাওয়ার সিদ্ধান্ত প্রার্থীর
তাঁর দাবি, দলের চারশোর বেশি প্রার্থী ঘর ছাড়া। তাঁদের মধ্যে ১৫০ জন সিউড়ি আর বাকিরা ঝাড়খণ্ডে পার্টি অফিসে থাকতে বাধ্য হচ্ছেন। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী সেই অভিযোগ অস্বীকার করেন।

শাসক দলের হুমকির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুর, পিংলা, গড়বেতা, দাঁতন-সহ বিভিন্ন এলাকায় সিপিএমের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আক্রান্ত হয়েছেন এক তৃণমূল প্রার্থী। খেজুরির বীরবন্দ অঞ্চলের কন্ঠিবাড়ি পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ বেরা রবিবার রাতে বাড়ি ফিরছিলেন।

WB Panchayat Election : ভোটের ‘ভেট’ ৫০ হাজার টাকা! বিজেপি প্রার্থীকে মনোনয়ন তুলে নেওয়ার হুমকি, অভিযুক্ত তৃণমূল
অভিযোগ, সেই সময়ে তাঁর বুথের বিজেপি প্রার্থী সনৎ মাইতি দলবল নিয়ে তাঁকে মারধর করেন। বর্তমানে তিনি তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ বিশ্বজিৎকে গ্রেফতার করেছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নন্দনপুর পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির এক প্রার্থীকে মনোনয়ন তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা ব্লকের নুরনগর পঞ্চায়েতের ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বাঁটুল মণ্ডলের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মনোনয়ন প্রত্যাহারে হুমকি দেওয়া হয়েছে। ওই জেলারই মিনাখাঁ পঞ্চায়েতের ১৮৫ নম্বর বুথে শাসক দলের কোনও মনোনয়ন জমা পড়েনি। যার ফলে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করার শাস্তি! মহিলা CPIM প্রার্থীকে চুলের মুঠি ধরে মারধর
অভিযোগ, তাঁকে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। তার জেরে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। ব্যারাকপুরের খড়দহে বিলকান্দা-১ পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে সাত প্রার্থীকে ভয় দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করানোর অভিযোগ তুলেছে সিপিএম। বিলকান্দা-২ পঞ্চায়েতের সিপিএম প্রার্থী মৃত্যুঞ্জয় কুড়ি হুমকির জেরে বাড়িছাড়া।

রবিবার রাতে তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। সিপিএমের পাশাপাশি বিজেপিও একই অভিযোগে সরব হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ওই জেলায় এদিনই প্রথম প্রচারে বেরিয়ে সিপিএম ও বিজেপি প্রার্থীদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী নারায়ণ গোস্বামী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *