সেই সময় পিছন থেকে BJP আশ্রিত দুষ্কৃতীরা দেবাশীষ ভেবে তাঁর সঙ্গে থাকা বিনয় বর্মনকে কুড়ুল দিয়ে গলায় কোপ দেয় বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দলের কর্মী বিনয় বর্মন। তড়িঘড়ি তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। পরে কোচবিহার এম. জে. এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই বিষয়ে পঞ্চায়েত প্রার্থীর স্বামী দেবাশীষ বর্মন বলেন, “BJP আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ওরা ভেবেছিল ওটা আমি। আমাকে ভেবেই বিনয়ের ওপর হামলা চালায়। পরে যখন বুঝতে পারে যে আমি অক্ষত আছি, আর আমরা ওদের ধাওয়া করছি, তখন BJP-র দুষ্কৃতীরা পালিয়ে যায়।
এভাবেই এলাকাকে অশান্ত করতে চাইছে BJP। আজ আমাদের একনিষ্ঠ কর্মী বিনয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এটা আমরা হালকাভাবে নিচ্ছি না। পুলিশ প্রশাসনকে সময় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ওই দুষ্কৃতীদের ধরে জেলে ঢোকাতে হবে। নাহলে আমরা বড় আন্দোলন করব”।
যদিও BJP নেতা অজয় রায় বলেন, “তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। BJP খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। জেলায় কোথাও কেউ বলতে পারবে না যে আগে থেকে BJP কর্মীরা তৃণমূলের ওপর হামলা চালিয়েছে। ওদের ওপর যত হামলা হচ্ছে, সব ওদের নিজস্ব গোষ্ঠী কোন্দলের জন্য হচ্ছে। কোচবিহারে তৃণমূলের যে কত গোষ্ঠী রয়েছে, তা গুনে শেষ করা যাবে না।
বরং তৃণমূলই জায়গায় জায়গায় BJP কর্মী ও প্রার্থীদের ভয় দেখাচ্ছে, হামলা করছে”। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই জেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের ঝামেলা বাঁধে। সেই সময় বেশ কিছু BJP কর্মীকে মারধর করারও অভিযোগ ওঠে।