Panchayat Polls : প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর গলায় কুড়ুলের কোপ! ফের রক্তাক্ত কোচবিহার – trinamool worker is allegedly stabbed with sharp weapon in cooch behar ahead of panchayat polls


West Bengal Panchayat Polls : হিংসা থামার নাম নেই কোচবিহার জেলায়। সেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে শুরু। এখন ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তাতেও থামছে না রক্ত ঝরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তো রীতিমতো রাজনৈতিকভাবে তেতে রয়েছে গোটা জেলা। এবার এক তৃণমূল কর্মীকে গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দিনহাটার গিতালদহ আটিয়াবাড়ি গ্রামে। গতকাল সোমবার রাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিষ্ঠা বর্মন সরকারের সমর্থনে প্রার্থীর স্বামী তথা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি দেবাশীষ বর্মন ও আরও কয়েকজন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন।

West Bengal Panchayat Election : দিনহাটায় চলল গুলি, সভা করে ফেরার পথে গুলিবিদ্ধ TMC প্রার্থীর স্বামী
সেই সময় পিছন থেকে BJP আশ্রিত দুষ্কৃতীরা দেবাশীষ ভেবে তাঁর সঙ্গে থাকা বিনয় বর্মনকে কুড়ুল দিয়ে গলায় কোপ দেয় বলে অভিযোগ উঠেছে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন দলের কর্মী বিনয় বর্মন। তড়িঘড়ি তাঁকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। পরে কোচবিহার এম. জে. এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

WB Panchayat Election : প্রচার সেরে ফেরার পথে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ! মনোনয়নের শেষ দিনেও ঝরল রক্ত
এই বিষয়ে পঞ্চায়েত প্রার্থীর স্বামী দেবাশীষ বর্মন বলেন, “BJP আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ওরা ভেবেছিল ওটা আমি। আমাকে ভেবেই বিনয়ের ওপর হামলা চালায়। পরে যখন বুঝতে পারে যে আমি অক্ষত আছি, আর আমরা ওদের ধাওয়া করছি, তখন BJP-র দুষ্কৃতীরা পালিয়ে যায়।
এভাবেই এলাকাকে অশান্ত করতে চাইছে BJP। আজ আমাদের একনিষ্ঠ কর্মী বিনয় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। এটা আমরা হালকাভাবে নিচ্ছি না। পুলিশ প্রশাসনকে সময় দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ওই দুষ্কৃতীদের ধরে জেলে ঢোকাতে হবে। নাহলে আমরা বড় আন্দোলন করব”।

West Bengal Panchayat Election : BJP প্রার্থীর আত্মীয়কে কুপিয়ে খুন দিন দিনহাটায়! অভিযোগের তির তৃণমূলের দিকে
যদিও BJP নেতা অজয় রায় বলেন, “তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। BJP খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। জেলায় কোথাও কেউ বলতে পারবে না যে আগে থেকে BJP কর্মীরা তৃণমূলের ওপর হামলা চালিয়েছে। ওদের ওপর যত হামলা হচ্ছে, সব ওদের নিজস্ব গোষ্ঠী কোন্দলের জন্য হচ্ছে। কোচবিহারে তৃণমূলের যে কত গোষ্ঠী রয়েছে, তা গুনে শেষ করা যাবে না।

Nisith Pramanik : স্ক্রুটিনি পর্ব ঘিরেও উত্তপ্ত দিনহাটা, কেন্দ্রীয় মন্ত্রীর পথ আটকেই চলল বোমাবাজি! ধুন্ধুমার
বরং তৃণমূলই জায়গায় জায়গায় BJP কর্মী ও প্রার্থীদের ভয় দেখাচ্ছে, হামলা করছে”। এই ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই এই জেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের ঝামেলা বাঁধে। সেই সময় বেশ কিছু BJP কর্মীকে মারধর করারও অভিযোগ ওঠে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *