Panchayat Vote 2023 : কেষ্ট ছাড়াই বাজিমাত! বীরভূমে নির্বাচন ছাড়াই আরেক পঞ্চায়েতে জয় ঘাসফুলের – trinamool congress won jashpur panchayat without contest at birbhum election23


শাসক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসন জিতে নেওয়ার একাধিক খবর উঠে আসছে বিভিন্ন জেলা থেকে। এবার বীরভূম জেলার সবকটি আসন পেয়ে যশপুর পঞ্চায়েত দখল তৃণমূলের। উচ্ছ্বসিত তৃণমূল কর্মী, সমর্থকরা। অন্যদিকে, মনোনয়ন প্রক্রিয়ায় বাধা দিতে দেওয়ার জন্যেই তৃণমূল জিততে পারছে বলে অভিযোগ বিরোধীদের। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। গতকাল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েতের পর আজ যশপুর পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস। ২০ টি আসন বিশিষ্ট যশপুর গ্রাম পঞ্চায়েতে ২০ টিই আসন পেয়ে যশপুর গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল কংগ্রেস।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
যশপুর পঞ্চায়েতের ২০টি আসনের মধ্যে ৩ টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং ১৭টি আসনে প্রার্থী দেয় সিপিএম। কিন্তু আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিরোধীরা প্রত্যেকেই তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় যশপুর পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এল।
শুধু তাই নয় যশপুর পঞ্চায়েতে ২টি পঞ্চায়েত সমিতির আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হোন প্রার্থীরা। এই খবর চাউর হতেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দে মেতে উঠেন। তাই আজ দুবরাজপুর ব্লকের বাইরে যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটি মিছিল করে আবির খেলায় মেতে ওঠেন।

Bengal Panchayat Polls Violence : মনোনয়ন প্রত্যাহারে চাপ? পাড়ুইয়ে CPIM প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!
প্রত্যেক প্রার্থী ও কর্মীদের দলের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যুগ্ম আহ্বায়ক রফিউল খান, যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সী মোজাম্মেল হক, সেখ জসিমউদ্দিন সহ তৃণমূলের কর্মী সমর্থকরা।

Panchayat Election 2023 : বীরভূমে উলটপুরাণ! CPIM-এর মনোনয়নে &amp#39;তদারকি&amp#39; তৃণমূলের কাজল শেখের
একের পর এক জেলায় নির্বাচন ছাড়াই একাধিক পঞ্চায়েত আসন দখল করছে তৃণমূল নেতৃত্ব। যশপুর পঞ্চায়েতে ২টি পঞ্চায়েত সমিতির জেতার পর স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, বিরোধীরা এখানে দাঁড়াতেই পারেনি। রাজ্য সরকার যেভাবে উন্নয়নের ধারা বজায় রেখেছে, তার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করতেই পারেনি বিরোধীরা। মনোনয়ন বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Panchayat Election 2023: মনোনয়ন তুলতে মাঝরাতে পুলিশ’ ভাইরাল ভিডিয়ো!

অন্যদিকে, স্থানীয় বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের বক্তব্য, একাধিক আসনে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি শাসক দল। সে কারণেই তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার বড়াই করছে। মনোনয়ন জমা দিতে দিলে এই ফলাফল হতো না বলে দাবি করেন তাঁরা। জেতার খবর আসেতেই উল্লাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী, সমর্থকরা। সবুজ আবিরে ভেসে যায় গোটা এলাকা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *