Partha Chatterjee News : জেলের মধ্যে ১০ কেজি ঝরতেই পার্থর হাত থেকে খোলা গেছে আংটি!


জেল যাপনে রোগা হয়ে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর দশ কেজি ওজন ঝরানোর পরেই পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে খোলা সম্ভব হয়েছে আংটি?

গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর গ্রেফতারির পরেই এই মামলায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে। একই মামলায় ED-র হাতে গ্রেফতার হয়েছিল অভিনেত্রী তথা মডেল অর্পিতা মুখোপাধ্যায়ও।

Partha Chatterjee : পার্থর আংটি-কাণ্ডে আইজি করার কাছে ব্যাখ্যা তলব কোর্টের
এরপর গঙ্গা দিয়ে বয়ে গেছে বহু জল। আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগারেই ঠাঁই হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। কিন্তু, সংশোধনাগারের মধ্যেও হাতে আংটি পরে রয়েছেন রাজ্যের প্রাক্তন এই মন্ত্রী? গত ১৯ এ্রপ্রিল আদালতের শুনানিতে CBI-এর আইনজীবী এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন। কতটা প্রভাবশালী হলে সংশোধনাগারের মধ্যেও আংটি পরে থাকা যায়, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এই প্রসঙ্গ সামনে এনেছিলেন তিনি।

এই ঘটনার পরেই আদালত অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ADG) (কারা)-কে প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপারের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিল।

Calcutta High Court : ‘আর কত সময় লাগবে? অগ্রগতি কোথায়?’ কুন্তলের চিঠি মামলায় CBI-এর তদন্তে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা
জানা গিয়েছে, ADG ইতিমধ্যেই বিশেষ CBI আদালতে একটি রিপোর্ট জমা দিয়েছেন। সূত্রের খবর, এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়ে জেল সুপারকে ‘সতর্ক করা’ হয়েছে। শুধু তাই নয়, “তাঁর সহ আধিকারিকদের আরও কড়া নজরদারি চালাতে বলা হয়েছে এবং এই ধরনের কোনও ঘটনা ঘটলে তা তৎক্ষনাৎ উচ্চপদস্থ কর্তাদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে দ্রুত পদক্ষেপ করা যায়।”

Recruitment Scam : ফের শিক্ষাসচিবকে তলব CBI-র! নিজামে হাজিরা দেবেন মণীশ জৈন?
শুধু তাই নয়, এই রিপোর্টে আরও উল্লেখ রয়েছে ২০২২ সালে ৫ অগাস্ট যখন পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগারে এসেছিলেন সেই সময় তাঁর কাছে একটি হাতঘড়ি, পেন এবং তিনটি আংটি ছিল। অন্যান্য জিনিসগুলি জমা নেওয়া হয়ে গেলেও তাঁর হাত থেকে আংটি খোলা যায়নি কারণ পার্থ চট্টোপাধ্যায়ের আঙুল ফোলা ফোলা ছিল। তা খুলতে গেলেই ব্যাথ্যায় চিৎকার করে উঠেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

এই বিষয়টি এক সিনিয়র মেডিক্যাল অফিসারের নজরে নিয়ে আসা হয়েছিল। তিনি সেই সময় এই আংটিগুলি না খোলার পরামর্শ দিয়েছিলেন।

Kalighater Kaku : ‘মোস্ট পাওয়ারফুল পার্সন’-এর সঙ্গে যোগ সুজয়কৃষ্ণের: ইডি
পরবর্তীতে পার্থ চট্টোপাধ্যায়ের ওজন প্রায় দশ কেজি কমে যায়। এরপরেই তাঁর হাত থেকে আংটি খোলা সম্ভব হয়েছিল বলে জানা গিয়েছে। সংশোধনাগারের সুপার দেবাশিস চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন, “আমি মহামান্য আদালতের নির্দেশ মান্য করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *