Rath Yatra : মালদার কালিয়াচকে রথযাত্রায় দুর্ঘটনা! ভিড়ের মাঝে মৃত্যু মহিলার, আহত ২ – women stampede in rath yatra at kaliyachak malda


উৎসবের মাঝেও বিষন্নতার সুর। রথের মেলায় প্রাণ গেল এক মহিলার। আহত আরও দুজন ব্যক্তি। ঘটনা মালদা জেলার কালিয়াচকে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি মধ্যে রথের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত মহিলার নাম নমিতা মণ্ডল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়।

Bengali Celebrated Rath Yatra : লাইভে ভক্তদের জগন্নাথ দর্শন ইমনের, কেমন কাটছে টেলি তারকাদের রথযাত্রা?
রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। দেহটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

Rath Yatra Ahmedabad Accident Video : রথযাত্রার মাঝেই বারান্দা ধসে ভক্তের মৃত্যু! দেখুন হাড়হিম করা ভিডিয়ো
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে ওই এলাকায় প্রথা মতো রথ বের হয়। রথ নিয়ে যাওয়ার সময় হঠাৎ এই বিপত্তি ঘটে। রথের চাকার নিচে পড়ে যান পুরাতন হাটখোলা এলাকার বাসিন্দা নমিতা মণ্ডল নামে 32 বছরের এক মহিলা। ঘটনাস্থলাই তাঁর মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Rath Yatra Recipes: জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার পর বাড়ির তৈরি খাজা খান মজাসে
মৃত মহিলার এক পরিবারের সদস্য বলেন, ” আমরা সবাই মিলে রথ দেখতে গিয়েছিলাম। হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। তারপর ওঁকে আর দেখতে পারছিলাম না। এরপর জানা যায় রথের চাকায় পদপিষ্ট হয়েছে। ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে পড়ে যায় বলে মনে হচ্ছে।” গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা, এরপর স্থানীয় থানায় খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

Rath Yatra News: রথের ক্ষুদ্র সংস্করণে পরিবেশ রক্ষার বার্তা!

এদিন রাজ্য জুড়ে পালিত হয় পবিত্র রথ যাত্রা উৎসব। তবে কালিয়াচকের পাশাপাশি মালদা জেলার মোকদমপুর দাস পরিবারের রথ উৎসব এবারে অনুমানিক ১৭৩ বছরে পদার্পণ করে। জানা গিয়েছে, প্রায় চার পুরুষ ধরে রথযাত্রা উৎসব হয়ে আসছে। নিয়ম নিষ্ঠার সঙ্গে এই রথ উৎসব পালিত হয়। ব্রজমোহন রাধারানীকে মাসির নিয়ে এসে সাতদিন ধরে চলে পুজো অনুষ্ঠান। রথ যাত্রাকে কেন্দ্র করে বিশাল ভক্ত সমাগম হয় এখানে।
অন্যদিকে, কলকাতায় ইস্কনের মন্দিরে রথের রশিতে টান দিয়ে যাত্রার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ইসকন মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। এরপর রথের উপরে উঠে জগন্নাথ দেবের আরতি এবং পুজো করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *