Shib Thakur Mondal News : গলা টিপে ধরেছিলেন অনুব্রত! ফের পিটুনি খেলেন সেই শিবঠাকুর – shib thakur mondal who accuse anubrata mondal of killing him targets bjp candidate


তিনি দাবি করেছিলেন, অনুব্রত মণ্ডল তাঁর গলা চেপে ধরেছিলেন। বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা আপাতত দিল্লির জেলে। ভোট পর্ব চলছে কেষ্টকে ছাড়াই। কিন্তু, তপ্ত বীরভূম। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে হুমকি-মারধরের অভিযোগ তোলা সেই শিব ঠাকুর মণ্ডলের স্ত্রীকেই প্রার্থী করেছে তৃণমূল।

‘দল বহিষ্কার করেছে’ এই দাবি করেও BJP-কেই নিশানা শিবঠাকুরের। তবে অনুব্রত নয়, এবার হামলার অভিযোগ তিনি তুললেন BJP প্রার্থী দীপক মণ্ডল তথা তাঁর নিজের কাকার বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে দুবরাজপুর থানায় দায়ের হল লিখিত অভিযোগ।

WB Panchayat Election Nomination: কেষ্টর বিরুদ্ধে অভিযোগ আনা শিবঠাকুরের স্ত্রী তৃণমূল প্রার্থী, মনোনয়ন জমা দুবরাজপুরে
ঠিক কী কারণে অশান্তি?
অভিযোগ, তিনি মঙ্গলবার পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। আর মাছ ধরাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত্র। অভিযোগ, এই ঝগড়ার সময়ই শিবঠাকুর মণ্ডলের উপর চড়াও হন দীপক। এমনকী, শিবঠাকুরের দাবি, তাঁর মাথা মেরে ফাটিয়ে দিয়েছেন দীপক। মাছধরাকে কেন্দ্র করে বচসার সূত্রপাত হলেও রাজনৈতিক কারণেই তাঁর গায়ে হাত তোলা হয়েছে বলে দাবি করেছেন শিবঠাকুর।

West Bengal Panchayat Election : দুর্নীতির প্রতিবাদে মনের জোরই যথেষ্ট! বীরভূমে বামেদের হয়ে লড়বেন মূক ও বধির ঝর্ণা
ঠিক কী দাবি তাঁর?
শিবঠাকুর মণ্ডলের দাবি, “আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু, আমার স্ত্রী লিপিকা মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। এদিকে BJP-র প্রার্থী হয়েছেন দীপক। আমি মাছ নিয়ে অযথা ঝগড়া করতে চাইনি। আসলে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ও আমার মাথা ফাটিয়ে দিয়েছে।”

West Bengal Panchayat Election 2023 : কেষ্টপর্ব অতীত? বীরভূম জেলা পরিষদে ৫০ শতাংশ প্রার্থী বদল তৃণমূলের
যদিও এই যাবতীয় দাবি অস্বীকার করেছেন দুবরাজপুরের BJP বিধায়ক অনুপ সাহা। তিনি বলেন, “শিব ঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল তৃণমূলের প্রার্থী হয়েছেন। অন্যদিকে, BJP-র প্রার্থী হয়েছেন দীপক মণ্ডল। তাই দীপক যাতে মনোনয়ন প্রত্যাহার করে নেন সেই জন্য তাঁর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকিও দিয়েছিলেন শিবঠাকুর। তাঁদের প্রতিরোধ করা হয়েছে। কারণ কোনও ব্যক্তি যদি বাড়ি বয়ে এসে হুমকি দেয় সেক্ষেত্রে BJP-ও চুপ করে বসে থাকবে না।”

Sujata Mondal News : ‘এতদিন আমি সামলেছি, এবার…’, সুজাতা প্রার্থী হতেই ফুঁসে উঠলেন সৌমিত্র
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিলেন শিবঠাকুর মণ্ডল। সেই সময় বিরোধীরা অবশ্য দাবি করেছিলেন, কেষ্টর দিল্লি যাত্রা ঠেকানোর জন্যই শিবঠাকুর মণ্ডলের এই অভিযোগ। যদিও এই যাবতীয় অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছিলেন শিবঠাকুর মণ্ডল।

তিনি বলেছিলেন, আগে এই বিষয়ে কথা বলার জন্য সাহস পাননি তিনি। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলতে ভরসা পেয়েছিলেন। এদিকে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের বনকাটি থেকে মনোনয়ন জমা দেওয়ার পর বলেন, “দলের জন্য লড়ব। দল যোগ্য মনে করছে বলেই প্রার্থী দিয়েছেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *