সম্প্রতি একটি অভিযোগ জানানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে। যেখানে বলা হয় বাটানগরে স্কুল তৈরির জন্য রাখা তাঁর জমিতে অসামাজিক কাজকর্ম হচ্ছে। থানাতেও অভিযোগ জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, স্কুল তৈরির জন্য রাখা জমির তালা ভেঙে প্রবেশ করে অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকা কিছু ব্যক্তি। কাজে বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় বলে অভিযোগ। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিকে ফোন করে গালিগালাজ ও মারধর করা হয় বলে জানা গিয়েছে।
সৌরভের পক্ষ থেকে করা অভিযোগে বলা হয়েছে, পাঁচিল দিয়ে ঘেরা জমির তালা ভেঙে প্রবেশ করে কয়েকজন। তাদের বাধা দিতে গেলে নিরাপত্তারক্ষী তাদের মারধর করে। হুমকি দেওয়া হয় নিরাপত্তারক্ষীদের। সুপ্রিম ভৌমিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেছেন। জানিয়েছেন নিরাপত্তারক্ষীরা অসামাজিক কাজকর্ম করছিলেন, তিনি বাধা দিতে গিয়েছেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বরাবরই রাজনীতি জড়িয়েছে। বিজেপি, তৃণমূলের সঙ্গে বারবার তাঁর নাম জড়িয়েছে। সম্প্রতি তিনি ত্রিপুরার ব্র্যান্ড অ্য়াম্বাসাডর হিসেবে দায়িত্ব নেওয়ার পর যা আরও জোরালো হয়েছে। তাঁর সিদ্ধান্ত ঠিক কি ভুল তা নিয়ে বিতর্ক কম হয়নি। যদিও তিনি এই বিষয়ে বিতর্কে চাননি।
ক্রিকেটের দিক থেকে বর্তমানে মহারাজের সফর ভালো যাচ্ছে না। গত বছর তিনি BCCI প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়েছেন। এরপর তিনি যোগ দিয়েছেন নিজের পুরনো দল দিল্লি ক্যাপিটালসে। দিল্লির ক্রিকেটের প্রধান হিসেবে যোগ দিয়েও। সাফল্য এনে দিতে পারেননি। IPL-এ প্রথম দল হিসেবে এবার ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। তারকা খচিত ম্যানেজমেন্ট থাকলেও তাঁরা সাফল্য এনে দিতে পারেননি। যদিও আগামী বছরের জন্য সৌরভের উপরেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। রিকি পন্টিং ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বদলে শেন ওয়াটসনকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। ফলে আগামী মরশুমে তাঁর হাতেই থাকবে দিল্লিকে ছন্দে ফেরানোর দায়িত্ব।