WB Panchayat Election : ‘টাকা নিয়েছে, ৫০ হাজার লোক নিয়ে ঘেরাও করব’, জেলা সভাপতিকে হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের – tmc mla humayun kabir gave threat tmc district president shaoni singa roy election23


পঞ্চায়েত ভোট এখনও বাকি বেশ কয়েকদিন। একদিকে যখন প্রার্থীপদকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা তুঙ্গে, তখন মুর্শিদাবাদে তৃণমূলের মাথাব্যথার কারণ গোষ্ঠীদ্বন্দ্ব। ফের বিস্ফোরক হুমায়ুন কবীর (TMC MLA Humayun Kabir)। দলের জেলা সভাপতির দিকে অভিযোগের আঙুল তুললেন তৃণমূল বিধায়ক। দলীয় জেলা কার্যালয়ে বসেই তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে প্রার্থীপদ বিতরণের অভিযোগ তুললেন ভরতপুরের বিধায়ক।

Panchayat Election 2023 : জেলা সভানেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা ৪ তৃণমূল বিধায়কের! বড় গৃহযুদ্ধের আশঙ্কা মুর্শিদাবাদে
জেলা তৃণমূল সভাপতির উদ্দেশে হুঁশিয়ারিও দিতে শোনা গেল ভরতপুরের বিধায়ককে। তাঁরে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন বিধায়ক। জেলা সভাপতিকে ৫০ হাজার সমর্থক নিয়ে এসে ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। পাশাপাশি দলের চেয়ারম্যান অপূর্ব সরকারের অপসারনের দাবি জানিয়েছেন। বিধায়কের এই দাবি সামনে আসার পর থেকে জেলাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে গোষ্ঠীকোন্দলে বিদীর্ণ মুর্শিদাবাদের জেলা রাজনীতি। তৃণমূল কংগ্রেসের প্রার্থীপদ নিয়ে দিনকয়েক আগে শাওনী সিংহ রায় ও অপূর্ব সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন হুমায়ুন কবীর। সেদিন তাঁর সঙ্গে ছিলেন নওদা, রেজিনগর ও জলঙ্গির বিধায়ক। এমনকী দলীয় প্রার্থীদের বিরুদ্ধে গোঁজ প্রার্থীও দাঁড় করিয়েছিলেন তাঁরা।

Panchayat Polls In West Bengal : টাকার বিনিময়ে টিকিট! খোদ তৃণমূল বিধায়কের মেয়েই নির্দল প্রার্থী!
সোমবার তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে মুর্শিদাবাদ পৌঁছন আইনমন্ত্রী মলয় ঘটক। ক্ষুব্ধ বিধায়কদের গোঁসা ভাঙাতেই মলয়কে সেখানে পাঠানোর সিদ্ধান্ত নেয় দল। বহরমপুরের শিল্পতালুকের এক হোটেলে চার বিধায়ককে নিয়ে বৈঠক করেন মলয় ঘটক। মলয়ের হস্তক্ষেপে গোঁজ প্রার্থী প্রত্যাহার করেন চার বিধায়ক। কিন্তু তাসত্ত্বেও মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীকোন্দল থামার কোনও লক্ষণ নেই। হুমায়ুনের বক্তব্য থেকে সেকথা স্পষ্ট।

এদিনে জেলা তৃণমূল কার্যালয়ে বসে সায়নীর উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন। তিনি বলেন, ‘কোটি কোটি টাকা নিয়ে টিকিট দিয়েছেন শাওনী সিংহ রায়। ৭২ ঘন্টা,সময় দিলাম। এরমধ্যে শাওনি ও অপূর্ব সরকারকে সরাতে হবে। নতুবা ৫০ হাজার সমর্থক জড়ো করে পার্টি অফিসেই ঘেরাও করব শাওনীকে। কার ক্ষমতা বেশি প্রমাণ হয়ে যাবে।’ হুমায়ুনের পাশে ছিলেন দলের প্রাক্তন জেলা সভাপতি অশোক দাসও।

WB Panchayat Election : প্রচার সেরে ফেরার পথে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ! মনোনয়নের শেষ দিনেও ঝরল রক্ত
যদিও এনিয়ে মুর্শিদাবাদ জেলা সাংগঠিক তৃণমূল সভাপতি শাওনী সিংহরায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শাওনীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হুমায়ুনের হুঁশিয়ারির পর দলীয় নেতৃ্ত্ব এখন এই নিয়ে কী পদক্ষেপ করেন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *