West Bengal Election 2023 : নিয়োগ দুর্নীতিতে চাকরিহারা ছেলে, মনোনয়ন পত্র প্রত্যাহার সেই তৃণমূল নেতার – trinamool leader withdraws nomination ahead of west bengal election


West Bengal Panchayat Polls : দলের প্রতি আনুগত্য রেখে অবশেষে বিক্ষুব্ধ তৃণমূল নেতারা মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৪১ নম্বর আসনে তৃণমূলের হয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মহম্মদ ইশা হক সর্দার। একই কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছিলেন হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। প্রথম থেকেই রবিউলের দিকে পাল্লা ভারী ছিল বুঝে ইশা হক সর্দারের সমর্থকরা বারাসাত ব্লক ওয়ানের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন।

West Bengal Panchayat Election : প্রার্থী তালিকায় ‘নতুন মুখ’! তৃণমূলের হয়েই মনোনয়ন পুরনোদের, অবাক কাণ্ড ঝাড়গ্রামে
জেলার তৃণমূলের দলীয় কার্যালয় মধ্যমগ্রাম চৌমাথায় গিয়ে টিকিট না পেয়ে মধ্যমগ্রাম চৌমাথায় যশোর রোড অবরোধ করেছিলেন ইশা হক সর্দারের সমর্থকরা। তাঁদের দাবি ছিল রবিউলকে সরিয়ে ইশা হককেই দলীয় প্রার্থী করতে হবে। নিয়োগ দুর্নীতি চাকরি বাতিলে ইশা হক সর্দারের ছেলের চাকরি গিয়েছিল। সেই কারণেই কি তাঁকে প্রার্থী পথ থেকে সরিয়ে দেওয়া হল? এই প্রশ্নের উত্তরে ইশা হক সর্দার বলেন, “তা নয়। এবার দল আমাকে যোগ্য মনে করেনি, তাই আমি মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করলে প্রয়োজনে বহিষ্কার, নির্দল সংকটে হুঁশিয়ারি নদিয়া জেলা নেতৃত্বের
তবে আমি রাজনীতির ময়দানে থাকব। দলের আনুগত্য মেনেই থাকব”। তবে তাঁর ক্ষোভ মুখ্যমন্ত্রী যেখানে সৎ দের টিকিট দেওয়ার কথা বলছেন, সেখানে তাঁর মতো সৎ ব্যক্তিদের বঞ্চিত করা হচ্ছে। দলের কথায় টিকিট মনোনয়ন জমা দিয়ে দলের কথায় প্রত্যাহার করতে গিয়ে তাঁকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বলে দাবি করেন তিনি।

West Bengal Panchayat Election : ‘এত বড় অপমান…’, টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিলেন সিঙ্গুরের কৃষক নেতা
অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ৩৮ নম্বর জেলা পরিষদের আসনে এ কে এম ফরহাদের সঙ্গে আব্দুল রৌউবও মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দলীয় টিকিট না পাওয়ায় আব্দুল রৌউব মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হন।

Panchayat Election 2023 : প্রার্থী ঘোষণার আগেই মনোনয়ন জমা তৃণমূল নেতার! অবাক কাণ্ড আমডাঙায়
এই বিষয়ে জেলা স্তরের এক শীর্ষ তৃণমূল নেতা বলেন, “দল আগেই স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে দলের তরফ থেকে ঘোষণা করা প্রার্থী তালিকাই শেষ কথা। এখানে কারও ইচ্ছে প্রাধান্য পায়নি। আগেই বলে দেওয়া হয়েছিল গোঁজ প্রার্থী দেওয়া চলবে না। সেই মতোই বাকিরা মনোনয়ন প্রত্যাহার করছেন”।

Jhargram Panchayat Election: অবশেষে ঝাড়গ্রামে জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ, মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীদের
এই বিষয়ে বারাসত BJP-র দলীয় সভাপতি তাপস মিত্র জানিয়েছেন, “যারা বেশি করে কাটমানি দিতে পেরেছে তারাই তৃণমূলের টিকিট পেয়েছে। দলীয় আনুগত্য মেনে মনোনয়ন প্রত্যাহার করলেও নির্বাচনের দিন তাঁরা তাঁদের বিরোধী তৃণমূল প্রার্থীদের পাশে থাকেন কিনা সেটাই এখন দেখার। এখানেই বোঝা যাচ্ছে তৃণমূল দলটা টাকার ওপরেই দাঁড়িয়ে আছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *