West Bengal Panchayat Election : CPIM প্রার্থীর বাড়িতে চড়াও বাইক বাহিনী, দুষ্কৃতীদের তাড়া করল গ্রামবাসী – villagers chased some hooligans who came at cpim panchayat candidate house for threatening in chapra nadia election23


একাধিক জেলায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন তুলে নেওয়ার জন্য হুমকি-মারধর করার অভিযোগ উঠে আসছে। এবার এক সিপিএম প্রার্থীকে হুমকি দিতে এসে গ্রামবাসীদের বাধার সম্মুখীন হল দুষ্কৃতীরা। গ্রামের মানুষের তাড়া খেয়ে দুষ্কৃতীরা পালাতে বাধ্য হয় বলে অভিযোগ। সিপিএম প্রার্থীকে হুমকি দিতে এসে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। সিপিএমের অভিযোগ, তাঁদের প্রার্থীকে হুমকি দিতেই এদিন শাসকদলের বাইক বাহিনী হামলা করে। স্থানীয় সূত্রের খবর, সিপিএম প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করার পর থেকে সিপিএম প্রার্থীর ওপর প্রতিনিয়ত চাপ সৃষ্টি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদরা বলে অভিযোগ।

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করলে প্রয়োজনে বহিষ্কার, নির্দল সংকটে হুঁশিয়ারি নদিয়া জেলা নেতৃত্বের
মঙ্গলবার ২০ জুন মনোনয়ন পত্র তোলার শেষ দিন ছিল। সকালে থেকেই চাপড়া বিধানসভার বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াল তৃণমূলের বাইক বাহিনী বলে অভিযোগ। অভিযোগ ওঠে, নদিয়ার চাপড়ার হাতিশালার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শোনপুকুরে পঞ্চায়েত এলাকায় সিপিএম মনোনীত গ্রাম পঞ্চায়েত প্রার্থী তসলিমা খাতুন মণ্ডলকে মনোনয়ন দাখিল করার পর থেকেই প্রত্যাহার করার হুমকি দেওয়া হচ্ছিল।

Panchayat Election 2023 : জমার পরে প্রত্যাহার, মনোনয়ন ঘিরে উত্তাপ
মঙ্গলবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আর এদিন সকালে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় সিপিএম প্রার্থীর বাড়িতে। তাঁকে মনোনয়ন প্রত্যাহার করার হুমকি দিতে গেলে স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে প্রতিরোধ করে। গ্রামবাসীদের তাড়া খেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ।
তসলিমা খাতুন মণ্ডল বলেন, ” আমি যেদিন থেকে ভোটে দাঁড়িয়েছি, সেদিন থেকে আমাকে হুমকি দিচ্ছে। আজকে আমার বাড়ি এসে হুমকি দিয়ে এসেছিল। কিন্তু আজকে গ্রামের লোকজন আমার পাশে এসে দাঁড়িয়েছে।” তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিয়েছে, আজকেও তারা এসছিল বলে জানান তিনি।

West Bengal Panchayat Election : প্রার্থীকে বাড়ি এসে হুমকি, দুষ্কৃতীদের দৌড় করালেন স্বয়ং BJP রাজ্য সভাপতি
খবর পেয়ে ঘটনাস্থলে এসে চাপড়া থানার পুলিশ।স্থানীয় সিপিএম নেতৃত্বের অভিযোগ, মনোনয়ন দাখিল করার পর থেকেই ক্রমাগত বাইক বাহিনী দাঁড়িয়ে বেড়াচ্ছে। বাড়ি ঘর ভাঙচুর ও মারধর করছে বলে অভিযোগ। যদিও সিপিএমের অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ।

WB Panchayat Election : মনােনয়ন তোলার হুমকি! গ্রামবাসীদের প্রতিরােধের বাইকবাহিনী

নদিয়া জেলায় দুদিন আগে সিপিএম কর্মী, সমর্থকরা আক্রান্ত হন বলে অভিযোগ। অভিযোগ, নদিয়া জেলার চাপড়া থানার বাঙালঝি এলাকায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইক নিয়ে সিপিএমের প্রার্থী শাহাবুদ্দিন শেখ সহ একাধিক কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর চালায়। মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগও তুলেছে সিপিএম। ঘটনায় রক্তাক্ত হয়েছেন তিনজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *