আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২০ জুন থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ ও ২৩ জুন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাকি দিনগুলোতে হালকা বৃষ্টিপাত হবে বলেই জানা গিয়েছে।
সোমবার উত্তরবঙ্গে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুরের হাওয়া অফিস। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২২ জুনের পর ছেলে বৃষ্টির তীব্রতা কমবে। হাওয়া অফিস জানিয়েছ, ২০ ও ২১ জুন উত্তরবঙ্গের উপরের জেলাগুলির প্রায় সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ২৩ জুন থেকে মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টিপাতরে পরিমাণ বাড়বে।
জৈষ্ঠ্যের গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। সোমবারের বৃষ্টির পর তাপমাত্রা খানিকটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিন ধীরে ধীরে কমবে দিনের তাপমাত্রা। প্রায় তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদের পাশাপাশি নদিয়ার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এর পাশাপাশি অন্যান্য জেলায় হালকা লথেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দু-তিনদিনের মধ্যে দক্ষিণবঙ্গের বাকি অংশগুলিতে বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদের পাশাপাশি নদিয়ার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলবে। ২০ ও ২১ জুন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
আলিপুর আবহাওয়া দফতরের পূ্র্বাভাসে মুখে হাসি ফুটেছে বঙ্গবাসীর। কলেজ পড়ুয়া রূপসা মণ্ডল বলেন, ‘তীব্র গরমে আমাদের কলেজে আসতে খুবই সমস্যা হয়েছে। এখন সত্যি বৃষ্টির প্রয়োজন রয়েছে। গরম একটু নাম কমলে সামান্য বাড়ির বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিললে আমরা স্বস্তি পাব।’