ওয়েবসাইট থেকে নাম উধাও! ভাঙড়ে আদালতের নির্দেশে ভোটে পারবেন সিপিএম প্রার্থীরা Calcutta High Court orders CPM Candidates to contest in Panchayat Election


অর্ণবাংশু নিয়োগী: মনোনয়ন-স্ক্রুটিনির পরেও ওয়েবসাইট থেকে নাম উধাও! কেন? স্রেফ কমিশনকে তিরস্কার নয়, ভাঙড়ে সিপিএম প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ করার নির্দেশ দিল হাইকোর্ট।

পঞ্চায়েত ভোটের মনোনয়নে রণক্ষেত্র ভাঙড়। বিধায়ক নওশাদ সিদ্দিকির আশঙ্কা, ‘হয়তো ভোটকে কেন্দ্র করে, আরও বড় অশান্তি ঘটাতে পারে, শাসকের ছত্রছায়া গুন্ডা-মস্তান যারা আছে। যেভাবে ভাঙড়ে অস্ত্রশস্ত্র বোমাগুলি নিয়ে এসেছিল। আমাদের কর্মীদের খুন করল এবং একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়ে আছে। আমি আতঙ্কে আছি’। শুধু তাই নয়, এলাকায় শান্তি ফেরাতে প্রার্থী প্রত্যাহারেরও বার্তা দিয়েছেন নওশাদ।

আরও পড়ুন: Panchayat Election 2023: প্রার্থীতালিকা থেকে উধাও সিপিএম-নির্দল প্রার্থীর নাম, দৌড়লেন এসডিও অফিসে

এদিকে পঞ্চায়েত ভোটে ভাঙড় ২ ব্লকে মনোনয়ন জমা দেন  ১৯ সিপিএম প্রার্থী। এমনকী, স্ক্রুটিনির দলীয় প্রতীকও পান তাঁরা। কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থীদের নাম উধাও হয়ে যায় বলে অভিযোগ। এরপরই মামলা গড়ায় হাইকোর্টে।

সিপিএম নেতা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘আদালত ঠিকই নির্দেশ দিয়েছে। নির্বাচন একটা প্রতিদ্বিন্দ্বিতা। নির্বাচনে যাঁরা প্রার্থী হতে চান, নমিনেশন দিতে গিয়ে যদি তাঁরা বাধা পান, এবং তাঁদের নমিনেশন গ্রহণ করার, পার্টি সিম্বল ঘোষণা হয়ে গেল, তারপর হঠাৎ উপরের কর্তা এসে তাঁর নাম বাতিল করে দেবেন, এটা তো হতে পারে না। আদালত সেজন্যই বলেছেন, যাঁরা নির্বাচনে লড়তে চায়, তাঁদের সুযোগ করে দিতে হবে’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *