Adhir Ranjan Chowdhury: রাতভর ধরনা অবস্থানে অধীর, প্রচণ্ড গরমে পাখার সংযোগটুকুও দিতে অস্বীকার বিডিও অফিসের – adhir ranjan chowdhury sits on dharna more than 18 hours at burwan bdo office election23


মশার কামড় আর তীব্র গরমে বড়ঞা ব্লক অফিস চত্বরে বসেই রাত কাটালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিডিও অফিস থেকে বিদ্যুতের কানেকশন দিতে অস্বীকার করা হয় বলে অভিযোগ। অসহ্যকর গরম, অমিল জল। তাও ধরনা থেকে সরতে নারাজ প্রদেশ কংগ্রেস সভাপতি। অস্বস্তিকর পরিস্থিতিতে রাতভর ঠায় বিডিও অফিসের সামনে বসেই কাটালেন লোকসভার বিরোধী নেতা। কংগ্রেস প্রার্থীদের প্রতীক জমা দিতে দেওয়ার দাবিতেই ধরনায়। ১৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিডিও অফিসের বাইরে ধরনা অবস্থানে অনড় অধীররঞ্জন চৌধুরী।

Panchayat Election In West Bengal 2023 : বিডিও অফিসে হামলা-মারধর কংগ্রেস প্রার্থীদের, প্রতিবাদে ধরনায় অধীর

মঙ্গলবার কংগ্রেস প্রার্থীরা প্রতীক জমা দিতে গেলে তাদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় বেশ কয়েকজন জখমও হয়। খবর পেয়ে মঙ্গলবার বিকেল চারটে থেকে বিডিও অফিসে ধরনায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ১৭ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনও আশ্বাস না মেলায় ধরনা থেকে ওঠেননি অধীর। ধরনা-অবস্থানের সঙ্গে সঙ্গে প্রতীক জমা দিতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব।

Panchayat Election : বিজেপি-সিপিএম-কংগ্রেস গেল এক গাড়িতে, মনোনয়নে গুলিও

কী ঘটনা ঘটেছিল মুর্শিদাবাদের বড়ঞা ব্লকে?

জানা গিয়েছে, মঙ্গলবার তৃণমূলের প্রতীক জমা দিতে বড়ঞা বিডিও অফিসে যাওয়ার পথে বাধার মুখে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকেরা। এরপর তাদের গাড়ির কাচও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। তাতেও না দমে বিডিও অফিসে পৌঁছন কংগ্রেস কর্মী সমর্থকেরা। সেখানে তাদের উপরে হামলার অভিযোগ। ধুন্ধুমার বেঁধে যায় বড়ঞা বিডিও অফিস চত্বরে। কেড়ে নেওয়া হয় প্রতীক তথা বি ফর্মগুলি। এমনকী ছিঁড়ে ফেলে দেওয়া হয় ফর্ম। এরপরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পৌঁছন সেখানে এবং প্রতীক জমা নেওয়ার দাবি জানান। সেই দাবিতেই ধরনা।

Panchayat Election In West Bengal 2023 : ‘পুলিশ রুটমার্চ করছে মনোনয়ন প্রত্যাহারের জন্য’, বিস্ফোরক অধীর

মশা আর গরমেই সাংসদের সঙ্গে রাত কাটল কংগ্রেস কর্মী সমর্থকদেরও। গরমে পাখাটুকু চালাতে বাইরে থেকে জেনারেটর ভাড়া করে আনতে চাইলেও তার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। বিডিও-এর বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানানোরও ভাবনা রয়েছে তাঁর বলে জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *