Dilip Ghosh : তৃণমূলকে হারাতে প্রয়োজনে সমস্ত বিরোধী শক্তি একজোটে লড়াবে: দিলীপ – bjp mp dilip ghosh at kharagpur on international yoga day election23


Paschim Medinipur : আন্তর্জাতিক যোগ দিবসে খড়গপুরে একটি যোগ শিবিরে অংশ নিতে এসে বিরোধী জোটের পক্ষে সওয়াল করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এদিন সরাসরি সমস্ত বিরোধীদের বার্তা দিয়ে তিনি বলেন, “তৃণমূলকে হারাতে প্রয়োজনে তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে একজোট করে লড়াই হবে।”

Panchayat Election 2023 : ভোটের জন্য বাংলাকে বাহিনী দিতে প্রস্তুত ৩ রাজ্য
পঞ্চায়েত নির্বাচনের আবহেই এমনই মত জানালেন তিনি। তাঁর দাবি, “বিভিন্ন জায়গায় হুমকি দিয়ে নমিনেশন প্রত্যাহার করানো হয়েছে। এখনও পর্যন্ত আমাদের দলের প্রচুর কর্মী ঘরছাড়া আছেন। তৃণমূলের শেষের পর্ব শুরু হয়েছে। যতই হুমকি, ধমকি দিক না কেন তৃণমূল জয়ী হতে পারবে না। অবশ্য কোথাও তৃণমূলের গোঁজ প্রার্থীরা জয়ী হলে পরে তাদের আবার দলে নিয়ে নেওয়া হবে।”

Panchayat Election 2023: ‘বাহিনী চাওয়া আমাদের কাজ নয়’, সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ কমিশনের
আরও বেশ কিছু ইস্যু নিয়ে এদিন তোপ দাগেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে তিনি বলেন, “২০১৩ সালের পর ২০২৩ সাল। এক দশক পর আবার রাজ্যে পঞ্চায়েত ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। ২০১৩ সালে রাজ্যে ৫ দফায় নির্বাচন হয়েছিল। আদালতের নির্দেশে ৮০০ কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী ছিল ওই ৫ দফার নির্বাচনে। কিন্তু ২০২৩ সালে পঞ্চায়েত ভোট হবে এক দফায়। মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে কমিশনের তরফে। ভোটে আদৌ সঠিক নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। একথা যে কোনও শিশুও বলে দিতে পারবে। এর জন্য কোনও রাজনৈতিক বিশারদ হওয়ার প্রয়োজন নেই। ফলে কমিশন রাজ্য সরকারের সঙ্গে মিলে রাজ্যের ভোটার, ভোট কর্মীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”

Panchayat Election 2023 : ‘BJP-কে পছন্দ করি TMC-কে কেন ভোট দেব?’ আব্বাস সিদ্দিকির ভিডিয়ো ফাঁস তৃণমূলের
তিনি আরও বলেন, “সুপ্রিম কোর্টে হেরে পঞ্চায়েত ভোটে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। এক কোম্পানিতে মাত্র ১০০ থেকে ১০৫ জন থাকেন। যার মধ্যে কাজে লাগানো হয় ৮০ থেকে ৯০ জনকে। এই সংখ্যক বাহিনী দিয়ে প্রতিটি বুথে নিরাপত্তা দেওয়া অসম্ভব। কম সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর কারণে ভোটে অশান্তি হলে দায় কে নেবে? কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবে রাজ্য পুলিশ। ফলে এই কম সংখ্যক বাহিনী কোনও কাজে আসবে না।”

Abhishek Banerjee : সব জেলা পরিষদে জিতবে তৃণমূল: অভিষেক
তিনি বলেন, “তৃণমূল পুরো চেষ্টা করছে যাতে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে না আসে। কারণ তাহলে তাঁদের ছাপ্পা ভোট করতে সুবিধে হবে। কিন্তু আমরাও তৈরি আছি। ভোটের সময়ে অরাজকতা রুখতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *