Electricity Bill: বিদ্যুতের বিল বকেয়া! ৬ দফায় অ্যাকাউন্ট থেকে গায়েব আড়াই লাখ, তারপর… – cyber crime one lady cheated by fake phone call regarding electric bill police arrest one person


বিদ্যুতের বিল সংক্রান্ত প্রতারণার অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। তার বিরুদ্ধে প্রায় আড়াই লাখ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। ধৃতের নাম আকিব রাজা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানা এলাকার। তাকে আজ আদালতে পেশ করা হবে। ধৃতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, এই কথা বলে ফোন করে এক মহিলাকে প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ ৬ দফায় ওই মহিলার অ্যাকাউন্ট থেকে মোট ২ লাখ ৪৮ হাজার ৪৯৮ টাকা তুলে নেওয়া হয়েছে। পরে বিষয়টি বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। এরপরেই তদন্ত শুরু করে বর্ধমান সাইবার থানা। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

Cyber Crime : ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে লাখ লাখ টাকা হাতানোর অভিযোগ, মহারাষ্ট্রে গ্রেফতার ১
যেভাবে করা হল প্রতারণা…
এই প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, ওই মহিলা প্রথমে একটি ফোন কল পান। ওই মহিলাকে বলা হয় তাঁর বিদ্যুতের বিল বকেয়া রয়েছে। সেই কারণে তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হতে পারে। বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে চাইলে অবিলম্বে অর্থ প্রদান করতে হবে তাঁকে। ফোন কলের ওপারে থাকা ব্যক্তি মহিলাকে তাঁর মোবাইলে একটি ক্যুইক ভিউয়ার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে বলেন।

Aadhar Card Frauds Prevention : তথ্য লকের নিদান, আধার-প্রতারণা ঠেকাতে বিশেষ সতর্কবার্তা পুলিশের

এখানেই শেষ নয়, ওই মহিলাকে অবিলম্বে ১০ হাজার টাকা দিতে বলা হয়। সেই মতো ১০ হাজার টাকা দেন ওই মহিলা। এরপর তাঁর থেকে ওটিপি এবং ব্যাঙ্ক সংক্রান্ত নথিও চাওয়া হয়। সেই মতো সমস্ত তথ্য শেয়ার করেন তিনি। এরপরেই তিনি দেখতে পান যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায় মোট ২ লক্ষ ৪৮ হাজার ৪৯৮ টাকা তুলে নেওয়া হয়েছে।

Bank Fraud : কেন্দ্রীয় প্রকল্পে ভাতা দেওয়ার নামে প্রতারণা! ফাঁদে পা দিয়ে চোখে জল শতাধিক গৃহবধূর
এরপরেই বর্ধমান সাইবার থানার দ্বারস্থ হন ওই প্রতারিত মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় আকিব রাজা নামে ওই ব্যক্তিকে। তাকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানাবে পুলিশ।

সাইবার ক্রাইমে প্রতারিত? কল করুন ১৯৩০ নম্বরে

প্রসঙ্গত, দিনদিন বাড়ছে সাইবার অপরাধের পরিমান। প্রতারকরা নিত্যনতুনভাবে মানুষকে প্রতারিত করার পন্থা অবলম্বন করে চলেছে। ইতিমধ্যেই এই ধরনের বেশকিছু অভিযোগ পুলিশের কাছে দায়ের হয়েছে। কিছুদিন আগে বিদ্যুতের বকেয়া বিল চেয়ে মোবাইলে মেসেজ ও লিঙ্ক পাঠিয়েও প্রতারণা বেশকিছু অভিযোগ উঠে আসে। এরই মাঝে এবার সামনে এল এই ঘটনা। যদিও পুলিশের তরফে মানুষকে সচেতন করার জন্য মাঝেমধ্যেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। চালান হচ্ছে সচেতনতামূলক কর্মসূচিও। কিন্তু তারপরেও বেড়ে চলেছে সাইবার অপরাধ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *