পাশের রাজ্য ওডিশার বালেশ্বরে বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ফলে সমস্যা সৃষ্টি হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্সে। বুধাবার সাংবাদিক বৈঠক করে জানান হলদিয়া ডক কমপ্লেক্সের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা। তিনি জানান, বাহানাগায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কথা সকলের জানা। সেই দুর্ঘটনার কারণে কিছুটা সমস্যায় হলদিয়া ডক কমপ্লেক্সে।
দুর্ঘটনার ফলে রেল লাইন ভেঙে যায়। সেটি মেতামতি করা হয়েছে। ওভার হেডের লাইন ছিঁড়ে যায়। সেই কাজটিও হয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে। সব মিলিয়ে ট্রেন ডেলে যেমন হচ্ছে তেমনি গতি কমছে, কমছে ট্রেনের সংখ্যা। যাত্রীদের সমস্যার পাশাপাশি পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে।
পরিসংখ্যান দিয়ে সেই সমস্যার কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, আগে ওই এলাকা থেকে ১০০ বেশি গতিবেগে ট্রেন চলত। এখন ৩০ কিমি বেগে যাচ্ছে। আগে যেখানে প্রায় ৮৫ টির মতো ট্রেন যাতায়াত করত, এখন সেখানে ৩০ টি ট্রেন যাতায়াত করছে। ফলে ডক কমপ্লেক্সে কিছুটা সমস্যা হচ্ছে। পণ্য আমদানি, রপ্তানিও অনেকাংশে কমে গিয়েছে বলে জানান তিনি।
তবে হলদিয়া ডক কমপ্লেক্স ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা জানান, আশা রাখছি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যা দূর হয়ে যাবে। পাশাপাশি তিনি এও জানান, প্রাকৃতিক দূর্যোগের কারণে শিল্প শহর হলদিয়ায় বহু বৃক্ষ ঝড়ে নষ্ট হয়েছে। আগামী দিনে হলদিয়া ডক কমপ্লেক্সের পক্ষ থেকে ৭০০০ চারাগাছ রোপণ করার কর্মসূচি নেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ায় ডকে জমে রয়েছে পণ্য। দ্রুত পণ্য রপ্তানি করার পাশাপাশি কাঁচামাল বন্দরে প্রবেশ করবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জানা যায় হলদিয়া ডক কমপ্লেক্সে ১৭০ একর জমিতে ‘স্মার্ট পোর্ট ইন্ডাস্ট্রিয়াল সিটি’ তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই স্মার্ট সিটি গড়ে উঠবে। যদিও স্মার্ট সিটি গড়ে তোলার ব্যবস্থা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। মূল্যবান জমি বেসরকারি প্রোমোটিং সংস্থার হাতে তুলে দেওয়ার বিষয়ে আপত্তি জানান তাঁরা।