Malda Weather Update : মালদায় বজ্রপাতে মৃত ৭, অসুস্থ অবস্থায় হাসপাতালে ১০ পড়ুয়া – several persons expires for huge thunderstorm at malda


Malda Weather Update : বজ্রপাতে মর্মান্তিক ঘটনা মালদায়। মালদায় বাজ পড়ে মৃত সাতজন, আহত ১০ জন স্কুল পড়ুয়া। বুধবার বিকেলে মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়। আহত হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা হাই স্কুলের ১০ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে একজনকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আনে পরিবারের লোকেরা। বর্তমানে সে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Bengal Panchayat Election: প্রার্থী পদ নিয়ে দড়ি টানাটানি! শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল স্বামীর ভাগ্যে
অন্যদিকে স্কুল পড়ুয়াদের বাঙ্গিটোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এদিকে সময় যত বাড়তে থাকে, তত মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে বাজ পড়ে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বাজ পড়ে মৃত্যু হয়েছে সাত জনের। এদের মধ্যে তিনজন নাবালক, নাবালিকা সহ অত্যন্ত পাঁচজন ব্যক্তি রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাজ পড়ে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে পুরাতন মালদা ব্লকের কৃষ্ণ চৌধুরী বয়স ৬৫ বছর, কালিয়াচক ১ নম্বর ব্লকের উন্মে কুলসুম (বয়স ৬ বছর) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে কালিয়াচক তিন নম্বর ব্লকের দেবশ্রী মণ্ডল (বয়স ২৭ বছর) এক বাসিন্দারা।

West Bengal Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নির্দল প্রার্থী-তৃণমূলের সংঘর্ষ, রণক্ষেত্র ইংরেজ বাজার
কালিয়াচক ২ নম্বর ব্লকের কমলপুর বাবলা এলাকার পাঠানপাড়ায় বাজ পড়ে মৃত্যু হয়েছে নজরুল শেখ বয়স ৩৩ আম পাড়তে গিয়ে বজ্রঘাতে শিকার হন তিনি। কালিয়াচক ২ নম্বর ব্লকের সুমিত মন্ডল বয়স ১০ বছর, কালিয়াচক ২ নম্বর ব্লকের রবি জুন বিবি ৫৪ বছর, ও কালিয়াচক ২ নম্বর ব্লকের ইশা সরকার আট বছর বাজ পড়ে মৃত্যু হয়েছে। বাজ পড়ে মৃত্যুর ঘটনায় এলা জুড়ে শোকের ছায়া পড়েছে।

Malda Gour : মাতৃকূলের উদ্দেশে পিণ্ড দান করেন মহিলারা, জানুন মালদার গয়েশ্বরী মন্দিরে প্রাচীন রীতি

দীর্ঘ দাবদাহের পর বর্ষা ঢুকতে দেরি করে বঙ্গে। তবে উত্তরবঙ্গে গত সপ্তাহেই বর্ষা প্রবেশ করে যায়। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরের জেলাগুলোতে টানা বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো হাওয়া, মেঘাচ্ছন্ন আবহাওয়া বজায় থাকে।

Malda Panchayat News: জোড়া ফুল ছেড়ে কংগ্রেসের ‘হাত’ ধরলেন মমতাজরা

মালদা জেলার একাধিক জায়গায় এদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্র বিদ্যুৎ পাতের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। তবে বজ্রপাতের কারণে এত মৃত্যুর জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *