সাংসদ মিমি চক্রবর্তীর তিন মামী এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী! পরিবারে সুসম্পর্ক বজায় রেখে একই আসনে চলছে তিন জা-এর লড়াই! সাংসদ মিমি চক্রবর্তীর তিনজন মামী পরিবারে সুসম্পর্ক বজায় রেখে একই আসনে লড়ছেন। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের একই আসনে লড়াইয়ের ময়দানে নেমেছেন চক্রবর্তী পরিবারের তিন গৃহবধূ। যদিও তিন মামীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মিমি। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পুরাতন পাণ্ডাপাড়া এলাকার ১৭/১৫৫ নম্বর বুথ থেকে এবার প্রার্থী হয়েছেন চক্রবর্তী পরিবারের তিনজন সদস্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ছোট জা পুনম চক্রবর্তী। মেজো জা পর্ণা নাগ চক্রবর্তী প্রার্থী হয়েছেন সিপিএম দলের পক্ষ থেকে। এছাড়া কংগ্রেস দল থেকে প্রার্থী হয়েছেন বড় জা কান্তা চক্রবর্তী।
CPI(M) প্রার্থী পর্না চক্রবর্তী জানান,”আমরা মিমিকে প্রচারে কখনই চাই না। কারণ আমাদের মতাদর্শ আলাদা, মিমি আলাদা মতাদর্শে বিশ্বাসী।তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী দল আমি আশাই করতে পারি না মিমি আমার প্রচারে আসবে।আর মিমিকে প্রচারের আসার কথা বলবও না।আমি আমার দলের হয়েই কথা বলব মানুষের কাছে যাব।মিমিকে প্রয়োজন পড়বে না।আমি ছাত্র রাজনীতি করে আসা মেয়ে ফলে মিমির থেকে আমি বেশি রাজনীতির কথা বলতে পারব।”
এদিকে কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী বলেন মিমি আমাকে শুভেচ্ছা জানিয়েছে।কিন্তু আমার হয়ে প্রচারে ওকে ডাকব না।আমরা ওকে প্রচারেও আসতে বলিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুনম চক্রবর্তী বলেন, আমি আশাবাদী প্রচারে এলে আমার হয়েই মিমি প্রচার করবে কারন মিমি তৃণমূল কংগ্রেস করে।তবে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে আসবে কিনা জানি না।
এদিকে পরিবারের অন্যতম সদস্য রাম চক্রবর্তী বলেন, আমাদের পরিবার বরাবরই রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত। আমরা মিমিকে ছাড়াই জিতব বলে আশাবাদী ।তবে দল যদি চায় তাহলে মিমি উত্তরবঙ্গে প্রচারে আসবে। এর আগেও আমাদের এলাকায় মিমিকে প্রচারে আমরা পেয়েছি। তবে দলের উর্ধে আমরা নই দল যদি চায় তাহলে আমরা মিমিকে পাব।তবে পঞ্চায়েত নির্বাচনে মিমিকে পাব বলে মনে করি না।