Mimi Chakraborty: পঞ্চায়েতে লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী মিমির তিন মামী, ভাগ্নীকে প্রচারে আনতে মরিয়া চেষ্টা ! – mimi chakraborty mp actress three aunties contesting against each other in panchayat election election23


সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর তিন মামী পঞ্চায়েত নির্বাচনে অবতীর্ণ হয়েছেন।মিমিকে প্রচারে পেতে আগ্রহী নন, মিমির দুই মামী তথা CPI(M) ও কংগ্রেস প্রার্থী। অন্যদিকে, সুযোগ পেলে মিমিকে প্রচারের আনতে মরিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী । তবে মিমিকে আদৌও প্রচারে আনতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৃণমূল প্রার্থী পুনম চক্রবর্তী।যেহেতু মিমি তৃণমূল কংগ্রেসের সাংসদ তাই তৃণমূল কংগ্রেসের হয়েই প্রচারে মিমিকে পেতে পারেন বলে আশাবাদী মিমির ছোট মামী পুনম চক্রবর্তী। এদিকে মিমির এক মামী তথা CPI(M) প্রার্থী পর্না চক্রবর্তী ও কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী মিমিকে প্রচারে পেতে তেমন আগ্রহীও না।এবং তারা প্রচারের জন্য পেতেও চান না বলে সাফ জানালেন।

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে

সাংসদ মিমি চক্রবর্তী‌র তিন মামী এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী! পরিবারে সুসম্পর্ক বজায় রেখে একই আসনে চলছে তিন জা-এর লড়াই! সাংসদ মিমি চক্রবর্তী‌র তিনজন মামী পরিবারে সুসম্পর্ক বজায় রেখে একই আসনে লড়ছেন। জলপাইগুড়ি‌র খড়িয়া গ্রাম পঞ্চায়েতে‌র একই আসনে লড়াইয়ের ময়দানে নেমেছেন চক্রবর্তী পরিবারের তিন গৃহবধূ। যদিও তিন মামীকে আগাম শুভেচ্ছা জানিয়ে‌ছেন মিমি। জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা পুরাতন পাণ্ডাপাড়া এলাকার ১৭/১৫৫ নম্বর বুথ থেকে এবার প্রার্থী হয়েছেন চক্রবর্তী পরিবারের তিনজন সদস্য। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ছোট জা পুনম চক্রবর্তী। মেজো জা পর্ণা নাগ চক্রবর্তী প্রার্থী হয়েছেন সিপিএম দলের পক্ষ থেকে। এছাড়া কংগ্রেস দল থেকে প্রার্থী হয়েছেন বড় জা কান্তা চক্রবর্তী।

Panchayat Election 2023: এক ছাদের নীচে বাস, এক হাঁড়িতেই ভাত! পঞ্চায়েত আসতেই যুযুধান দুই দলের প্রার্থী দুই জা

CPI(M) প্রার্থী পর্না চক্রবর্তী জানান,”আমরা মিমিকে প্রচারে কখনই চাই না। কারণ আমাদের মতাদর্শ আলাদা, মিমি আলাদা মতাদর্শে বিশ্বাসী।তৃণমূল কংগ্রেস আমাদের বিরোধী দল আমি আশাই করতে পারি না মিমি আমার প্রচারে আসবে।আর মিমিকে প্রচারের আসার কথা বলবও না।আমি আমার দলের হয়েই কথা বলব মানুষের কাছে যাব।মিমিকে প্রয়োজন পড়বে না।আমি ছাত্র রাজনীতি করে আসা মেয়ে ফলে মিমির থেকে আমি বেশি রাজনীতির কথা বলতে পারব।”

Panchayat Election : কাকা-ভাইপোদের লড়াই, কোলাঘাটের আশুরালিতে ভোটের প্রচারে নেই কোনও হিংসা!

এদিকে কংগ্রেস প্রার্থী কান্তা চক্রবর্তী বলেন মিমি আমাকে শুভেচ্ছা জানিয়েছে।কিন্তু আমার হয়ে প্রচারে ওকে ডাকব না।আমরা ওকে প্রচারেও আসতে বলিনি। এদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুনম চক্রবর্তী বলেন, আমি আশাবাদী প্রচারে এলে আমার হয়েই মিমি প্রচার করবে কারন মিমি তৃণমূল কংগ্রেস করে।তবে পঞ্চায়েত নির্বাচনে প্রচারে আসবে কিনা জানি না।

Panchayat Election 2023: ডাকাতিতে অভিযুক্তও পঞ্চায়েতে তৃণমূল প্রার্থী, পাণ্ডুয়ায় ব্যাপক শোরগোল

Mimi Chakraborty: ১০ জনকে দত্তক নিলেন সাংসদ মিমি

এদিকে পরিবারের অন‍্যতম সদস্য রাম চক্রবর্তী বলেন, আমাদের পরিবার বরাবরই রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত। আমরা মিমিকে ছাড়াই জিতব বলে আশাবাদী ।তবে দল যদি চায় তাহলে মিমি উত্তরবঙ্গে প্রচারে আসবে। এর আগেও আমাদের এলাকায় মিমিকে প্রচারে আমরা পেয়েছি। তবে দলের উর্ধে আমরা নই দল যদি চায় তাহলে আমরা মিমিকে পাব।তবে পঞ্চায়েত নির্বাচনে মিমিকে পাব বলে মনে করি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *