Panchayat Election 2023 : প্রার্থী পদ নিয়ে দড়ি টানাটানি! শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল স্বামীর ভাগ্যে – chandana sarkar withdrawal panchayat election nomination for 43 no malda zilla parishad election23


এই সময়, মালদা: প্রার্থীপদ নিয়ে স্বামী-স্ত্রীর দড়ি টানাটানিতে প্রথম রাউন্ডে জয়ী হলেন স্বামী। মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে দলের নির্দেশে মালদা সদর মহকুমা শাসকের দফতরে এসে প্রার্থীপদ প্রত্যাহার করেন চন্দনা সরকার।

Panchayat Election 2023 : কে হবেন দলীয় প্রার্থী? দড়ি টানাটানি স্বামী-স্ত্রীর
যদিও তাঁর স্বামী পরিতোষ সরকার বলেন, “পর পর তিনবার জেলা পরিষদে নির্বাচিত স্ত্রীর অভিজ্ঞতা অনেক বেশি। তাই ও প্রার্থী হলে ভালো হতো। কিন্তু দলের সিদ্ধান্ত তো মানতেই হবে। তাই আমি প্রার্থী।”

আর চন্দনা বলেন, “সোমবার রাতে মুখ্যমন্ত্রী ফোন করে বললেন, আমি বিধায়ক এবং দলের জেলা যুব সভাপতি। তাই দায়িত্বের চাপ না বাড়িয়ে স্বামীকেই প্রার্থী করা হচ্ছে। আমিও এক ব্যক্তি এক পদ নীতিকে মেনে নিলাম।” এর পরে তাঁর মন্তব্য, “পেছনে কোনও চক্রান্ত আছে কিনা জানি না।”

West Bengal Panchayat Election : একই আসনে মনোনয়ন দুটি! তৃণমূলের প্রতীকে মালদায় নমিনেশন বিধায়ক এবং তাঁর স্বামীর
মালদা জেলা পরিষদের ৪৩ নম্বর আসনে টানা তিন বার জয়ী হলেও এ বার চন্দনা সরকারকে প্রার্থী করতে চায়নি তৃণমূল। দলীয় নেতৃত্ব তাঁর স্বামীকে প্রার্থী করার কথা বললেও পরিতোষ সরকারের হার্টের অসুখ রয়েছে বলে সওয়াল করেন চন্দনা। স্বামীর সঙ্গে একই আসনে মনোনয়ন দাখিল করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *