Panchayat Nirbachan 2023 : তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে, তুমুল উত্তেজনা গঙ্গাসাগরে


Dakshin 24 Pargana : পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাংলায় ঝরেছে রক্ত। শাসকের হাতে আক্রান্ত হয়েছেন বিরোধীরা, অন্যত্র আবার বিরোধীদের হাতেও আক্রান্ত হয়েছেন শাসকরা। যদিও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুট মার্চ করা হচ্ছে। ভোটারদের আশ্বস্ত করার জন্য বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলিতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছে। এরই মধ্যে ঘটে গিয়েছে এক মারধরের ঘটনা।

Panchayat Polls : প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর গলায় কুড়ুলের কোপ! ফের রক্তাক্ত কোচবিহার
পার্টি অফিস বন্ধ করে বাড়ি ফেরার পথে BJP আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এক তৃণমূল কর্মী, এমনই অভিযোগ করা হয়েছে। এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের রুদ্রনগরে। আহত তৃণমূল কর্মীর নাম গোবিন্দ মণ্ডল।

ওই তৃণমূল কর্মী দাবি করে বলেন, “মঙ্গলবার প্রতিদিনের মতোই তৃণমূলের রুদ্রনগরের দলীয় কার্যালয় বন্ধ করে বাড়ি ফিরছিলাম। সেই সময় BJP-র আশ্রিত দুষ্কৃতীরা আমার রাস্তা আটকায় এবং বেধড়ক মারধর করে।” রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পড়েন গোবিন্দ মণ্ডল। বর্তমানে গোবিন্দ মণ্ডল রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

Panchayat Election 2023 : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে ফের উত্তেজনা চোপড়ায়, BJP কর্মীদের ওপর মৃদু লাঠিচার্জ পুলিশের
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে সাগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। যদিও BJP-র দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP নেতৃত্ব। স্থানীয় BJP নেতা খগেন মণ্ডল বলেন, “এই ঘটনার সঙ্গে BJP র কোনও যোগ সাদৃশ্য নেই। সারা পশ্চিমবঙ্গ দেখেছে নমিনেশন ফাইলকে কেন্দ্র করে কিভাবে সন্ত্রাস চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। তৃণমূল দলেই দুষ্কৃতীরা রয়েছে। BJP দলে নয়। মন্ত্রীর দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। BJP কর্মী সমর্থকদের সাহস হবে না এমন দুঃসাহসিক ঘটনা ঘটানোর জন্য। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে। আমরা চাই পুলিশ প্রশাসন তদন্ত করুক ও এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

West Bengal Election 2023 : নিশীথ গড়ে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ! প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ
যদিও একথা মানতে রাজি নয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় এক তৃণমূল নেতা জানান, “এই এলাকায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই আমাদের দলে। এসব BJP-র মিথ্যে কথা। এই মারধরের ঘটনা BJP-ই ঘটিয়েছে। এখন গোষ্ঠীদ্বন্দ্বের মিথ্যে কথা বলে আমাদের ওপর দায় চাপাতে চাইছে। কিন্তু আমরা পুলিশকে বলে দিয়েছি, অবিলম্বে BJP-র ওই দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *