Shantipur Police Station : ‘৭২ ঘণ্টার মধ্যে শান্তিপুর থানার OC-র অপসারণ চাই’, হুঁশিয়ারি সাংসদ জগন্নাথের – ranaghat bjp mp jagannath sarkar warns to remove santipur police station oc within 72 hours


West Bengal News : জেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগে ৭২ ঘণ্টার মধ্যে শান্তিপুর থানার OC-কে সরানোর দাবি জানিয়ে রাখলেন রানাঘাটের BJP সাংসদ জগন্নাথ সরকার। BJP সাংসদ জগন্নাথ সরকার বলেন, “SP-কে জানিয়েছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে OC সুব্রত মালাকারকে অপসারণ না হলে জেলার সমস্ত থানায় বিক্ষোভ শুরু হবে BJP কর্মী সমর্থকদের পক্ষ থেকে।”

মঙ্গলবার জগন্নাথ সরকার এমনই হুঁশিয়ারি দেন পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে। তিনি বলেন, “এর আগে আমরা ফুলিয়া সহ বিভিন্ন অঞ্চলে পুলিশকে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করতে দেখেছি। তবে সব কিছুর মাত্রা ছাড়িয়েছে সোমবার। সাংবাদিকদের একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে শান্তিপুর থানার OC সুব্রত মালাকার, রানাঘাট দক্ষিণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিয়ো পোস্ট করে তা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।”

Panchayat Election 2023 : BJP প্রার্থীদের বাড়িতে হামলা-ভাঙচুর, পালটা রাস্তা অবরোধ! তুলকালাম গাংনাপুরে
সাংসদ আরও বলেন, “ওই ভিডিয়োতে দেবাশীষ গঙ্গোপাধ্যায় তাঁর দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, দল যেখানে অনুমতি দেয়নি অথচ কর্মীরা কোথাও তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে কোথাও বা তৃণমূল কংগ্রেসের প্রভাব পরিচয় কাজে লাগিয়ে প্রার্থী হয়েছেন, তাঁদের প্রার্থীপদ প্রত্যাহারের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় দলীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।”

Panchayat Election 2023 : ১৪৪ ধারা জারির পরও অবৈধ জমায়েত! লাঠি উঁচিয়ে পুলিশের তাড়া তৃণমূল কর্মীদের
সাংসদ জগন্নাথ সরকারের অভিযোগ, “আমাদের দলীয় কর্মী সমর্থকদের কেউ আক্রান্ত হলে কখনও ন্যূনতম অভিযোগ পত্র জমা নেওয়া হয় না। SP কে বলে যদিও বা অভিযোগপত্র জমা দেওয়া হয় তাতেও কোনও ভ্রুক্ষেপ করেন না তাঁরা। অথচ তৃণমূল দলের প্রচারক হিসাবে জেলা সভাপতি বক্তব্য খবর প্রকাশের জন্য পুলিশের এত দরদ। আসলে পুলিশের পোশাকটা শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য, আদতে সকলেই তৃণমূল কর্মী, কেউই পুলিশ নন। কিছুদিন আগে সদ্য চাকরি পাওয়া এক পুলিশের নাম ছিল তৃণমূল কংগ্রেসের তালিকায়।”

Panchayat Election 2023 : বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়ানোর খেসারত? লাগাতার মনোনয়ন প্রত্যাহারের হুমকি, শোরগোল ডোমজুড়ে
উল্লেখ্য, গতকাল ফুলিয়া অঞ্চলে এক BJP কর্মীর বাড়িতে তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে এই অভিযোগ ওঠে। রানাঘাট দক্ষিণের BJP সভাপতি তথা বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এবং সাংসদ জগন্নাথ সরকার ওই কর্মীর বাড়িতে দেখা করতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। নিরাপত্তাহীনতার কারণে ওই প্রার্থীকে অন্যত্র সরিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে BJP নেতৃত্ব।

Panchayat Polls : প্রচার সেরে ফেরার পথে তৃণমূল কর্মীর গলায় কুড়ুলের কোপ! ফের রক্তাক্ত কোচবিহার
এই বিষয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন সাংসদ। যদিও এই বিষয়ে পুলিশ প্রশাসনের কোনও বক্তব্য পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *