Siliguri Mayor Goutam Deb : ফেসবুক পেজ হ্যাক হল শিলিগুড়ির মেয়রের, মুছে দেওয়া হল একগুচ্ছ ছবি-ভিডিয়ো – facebook page of siliguri mayor goutam deb has been hacked


শিলিগুড়ি মেয়র গৌতম দেবের ফেসবুক প্রোফাইল হ্যাক হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ঘটনায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমে পুলিশ। এর পেছনে কোনও চক্রান্ত রয়েছে কিনা তা তদন্ত করে দেখেছেন সাইবার শাখার পুলিশ আধিকারিকরা। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ রয়েছে। যেখানে তিনি তাঁর বিভিন্ন কর্মসূচীর ছবি ও ভিডিয়োগুলি দেন। মাঝেমধ্যেই সেই পেজ থেকে লাইভে এসে শহরবাসীর কাছেও নিজের বক্তব্যও তুলে ধরেন। সেই পেজটি হ্যাকড হয়েছে বলে অভিযোগ।

Udayan Guha : &amp#39;বিরোধী শূন্য হওয়া চাই…!&amp#39; উদয়নের পোস্টে বিতর্ক, বিরোধিতায় BJP
তবে শিলিগুড়ি গৌতম দেবের ফেসবুক পেজ কে বা কারা হ্যাক করেছে তা জানা যায়নি। গৌতম দেবের ফেসবুজ পেজটিতে ১ লাখ ৬২ হাজার ফলোয়ার রয়েছেন। সেই পেজটিতে কয়েকদিন ধরেই সমস্যা হচ্ছিল বলে অভিযোগ। এরপরই মঙ্গলবার থেকে পেজটি হ্যাকড হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওই ফেসবুক পেজে সাম্প্রতিক কালের সমস্ত ছবি ও ভিডিয়ো মুছে দেওয়া হয়েছে। শুধুমাত্র ২০২২ সালের কিছু ছবি ও ভিডিয়ো রয়েছে পেজে। বিষয়টি নিয়ে সন্দেহ করতে শুরু করেছেন মেয়র গৌতম দেব। বিষয়টির পিছনে কোনও চক্রান্ত আছে কিনা, সে বিষয়েও তদন্ত করে দেখা হচ্ছে।

Panchayat Vote 2023 : কেষ্ট ছাড়াই বাজিমাত! বীরভূমে নির্বাচন ছাড়াই আরেক পঞ্চায়েতে জয় ঘাসফুলের
মেয়র গৌতম দেব জানান, পেজে কিছু সমস্যা হচ্ছিল। কেউ পরিকল্পনা করে হ্যাক করেছে। যারা আমার পেজটি দেখে, তারা বিষয়টি দেখছে। ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও তাঁরা যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে।

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
ভিন দেশের কেউ বা কারা এই কাজ করে থাকতে পারে বলে সাইবার বিশেষজ্ঞদের ধারণা। তাঁর পেজটি হ্যাকড করে অ্যাডমিন প্যানেল নিজেদের হাতে করে নিয়েছে বলেই ধারণা। যে কারণে পেজে আর ছবি কিংবা কোনও কিছু দেওয়া যাচ্ছে না। তবে একেবারে শিলিগুড়ির মেয়রের পেজ হ্যাক হয়ে যাওয়ায় সাইবার সংক্রান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Maa Canteen : মা ক্যান্টিন হাজির গৌতম দেব, পাত পেড়ে ৫ টাকার খেলেন ডিম-ভাত

এ দিকে এর আগে শিলিগুড়ির বেশকিছু পুলিশ কর্মী ও পুলিশ কর্তাদের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট বানানোর অভিযোগ ওঠে। সেই অ্যাকাউন্টগুলি বানিয়ে পরবর্তীদের চেনা পরিচিতদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হতো। এরপর টাকা চাওয়া হতো। এ নিয়ে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রচুর অভিযোগ জমা পড়ে। যদিও সেই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বাইরে থেকে কেউ বা কারা এসব কাজ করছে বলেই সাইবার ক্রাইম থানার পুলিশের অনুমান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *