জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘সেই চেতনাটা এলই তবে দেরিতে’। সাহসী এই সিদ্ধান্তকে সাহসী বলেই মনে করছেন সমাজের একাংশ। লিঙ্গ পরিবর্তনে আগ্রহী প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর মেয়ে সুচেতনা ভট্টাচার্য। ‘সুচেতন’ হতে চেয়ে মনোবিদেরও পরামর্শ নিচ্ছেন তিনি, এমনটাই খবর। ‘প্রাইড মান্থে’ শহরের একটি‘এলজিবিটিকিউ’ কর্মশালায় অংশ নিয়েছিলেন বুদ্ধদেব-কন্যা৷। সেখানেই এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। এমনকী নিজেকে সুচেতন বলে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বুদ্ধ তনয়া।
আরও পড়ুন, Sourav Ganguly: রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন মহারাজ! কিন্তু কেন? আলোচনা তুঙ্গে
সম্প্রতি এক ‘এলজিবিটিকিউ’ কর্মশালায় অংশ নিয়েছিলেন সুচেতনা ভট্টাচার্য। তারপরেই প্রকাশ্যে আসে এই খবর। শুধু তাই নয়, লিঙ্গ বদলে সুচেতনা থেকে সুচেতন হতে চাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান তাঁর নিজের পচন্দের সুচন্দাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন বলেও জানা যায় ‘গৌরব মাসের গল্প’ শিরোনামের ওই পোস্ট থেকেই। সেই পোস্টেই জানানো হয়েছে, সুচেতনার বাবা বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘ দিন ধরেই অসুস্থ। মা মীরা ভট্টাচার্যের পেসমেকার বসেছে।
পোস্টে উল্লেখ রয়েছে, ‘শারীরিক লিঙ্গ পরিচয় যাইহোক না কেন, ছোটবেলা থেকেই নিজেকে ছেলে মনে করা সুচেতন পেয়েছে পারিবারিক প্রেরণা। তাঁর বাবাই তাকে ছোটবেলায় গালে সাবান লাগিয়ে দাড়ি-গোঁফ কামিয়ে দিতেন। তাই নিজের প্রবণতায় তার বেড়ে ওঠা হয়ে উঠেছে স্বচ্ছন্দেই। শরীরে,মনে,সামাজিক প্রকাশনায় ট্রান্সম্যান রূপেই পরিচিত হয়েছে সুচেতন।’
সুচেতনা নিজেও দাবি করেছেন, ‘আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ফলে আমি এটা নিয়ে লড়ে যাব। সেই সাহসটা আমার আছে। কে কী বললেন, তাতে আমার কিছু যায়-আসে না। আমি সকলের সমস্ত প্রশ্নের জবাব দিতে তৈরি।’ প্রয়োজনে পদবি বর্জন করে শুধু সুচেতন-ও হতে পারেন তিনি।