WB Panchayat Election : ‘নির্দেশ না মানলে স্টেপ ডাউন করুন…’, হাইকোর্টে তুলোধনা রাজ্য নির্বাচন কমিশনকে – calcutta high court ordered to deploy central force to every district immediately election23


পঞ্চায়েত ভোটের নিরাপত্তা একের পর এক ধাক্কার মুখে রাজ্য নির্বাচন। গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। কিন্তু আদালতের সেই নির্দেশ কার্যকর না করার অভিযোগ উঠেছিল কমিশনের বিরুদ্ধে।

কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার সেই মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন জানিয়েছে, আদালতের কোনও নির্দেশই মানেনি নির্বাচন কমিশন। এমনকী স্পর্শকাতর জেলা চিহ্নিতকরণের নির্দেশও কার্যকর করা হয়নি।

WB Panchayat Polls : কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি! হাইকোর্টে আবেদন রাজ্যের
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের মতে, ‘এটা বলতে বাধা নেই যে আদালতের কোনও নির্দেশই মানা হয়নি। এমনকী রাজ্য নির্বাচন কমিশন নিজে সিদ্ধান্ত নিতে পারে বলেও মনে হয়নি। স্পর্শকাতর জেলা চিহ্নিত করণের যে নির্দেশ আদালত দিয়েছিল, তাও কার্যকর করা হয়নি। প্রত্যেক জেলায় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এটা অপর্যাপ্ত বলেই আমরা মনে করছি। ২০১৩ সালে সক্রিয় ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কমিশন। তখন ১৭ জেলায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। কমিশনের সেই নিরপেক্ষতা ও সুপ্রিমেসি কোথায় গেল?’

Central Force In Panchayat Election : পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে নবান্ন-কমিশন
এদিন নাম না করে রাজ্য নির্বাচন কমিশনের যোগ্যতা ও অপারগতা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বলেছে, ‘এই নির্বাচন কমিশন সক্রিয় নয়। এই কমিশন হাইকোর্টের নির্দেশ কার্যকর না করে নিজের মতো চলছে। যদিও সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছে। কমিশন যদি মনে করে নির্দেশ কার্যকর করতে পারবে না, তাহলে তারা স্টেপ ডাউন করুক। সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। যদি কমিশন এই নির্দেশ না মানে তাহলে ধরে নেওয়া হবে, তারা আদালতের নির্দেশ কার্যকর করতে চায় না।’

Panchayat Election 2023: ‘বাহিনী চায়নি কমিশন, আদালত অবমাননার সামিল!’ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর
প্রধান বিচারপতির বেঞ্চের রায় : ২৪ ঘণ্টার মধ্যে প্রতি জেলায় পর্যাপ্ত সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী প্রতি জেলায় মোতায়েন করতে হবে। কোনও জেলায় মোতায়েন করা বাহিনীর সংখ্যা কোনওভাবে যাতে ২০১৩ সালের তুলনায় কম না হয়। যদি এই নির্দেশ কার্যকর না হয় তার জন্য ভুগতে হবে কমিশনকে। শুধু ভোটের দিনই নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ এখানে রেখে দেওয়ার নির্দেশ দিচ্ছে আদালত। শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনা করতে হবে। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *