তৃণমূলের অভিযোগ, রাতের অন্ধকারে BJP আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের সেই দলীয় পতাকা গুলি ছিঁড়ে ড্রেনে ফেলে দেয়। এমনকি গোলা চুনের পাত্রটিও ড্রেনে ফেলে দেয় । যা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ঘটনার কথা থানায় জানানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূলের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের পূর্বে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই ধরনের কার্যকলাপ করছে BJP।
এই নিয়ে অভিযোগ করে ধুলাই গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শেখ হাফিজুল বলেন, “রাতের অন্ধকারে চোরের মতো এই কাজ করেছে BJP। ওদের জনসমক্ষে আসার ক্ষমতা নেই। আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে উঠে এখন আমাদের দলীয় পতাকা, চুন এসব নর্দমার জলে ফেলে দিচ্ছে।
এতে ওদের কি লাভ হচ্ছে! এসব করে কি নির্বাচনে ওরা জিততে পারবে! মানুষ সব দেখছেন। ওরা যতই নোংরামো করুক, মানুষ এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই বেছে নেবেন”। সোনামুখী ব্লক তৃণমূল সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় বলেন, “এটা যে BJP-রই কাজ সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।
কারণ পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই সোনামুখীতে BJP সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে। আমাদের দলের কর্মীদের, প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। এই নিয়ে আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি”। অন্যদিকে সোনামুখী বিধানসভার BJP বিধায়ক দিবাকর ঘরামী জানান, “এই ধরনের নোংরা রাজনীতিতে বিশ্বাসী নয় BJP। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোনামুখী এলাকায় BJP এতটাই ভালো জায়গায় রয়েছে যে এবারের ভোটে খুব ভালো ব্যবধানে আমরা জিতব।
তাই এসব পতাকা ছেঁড়া, চুন ফেলে দেওয়ার কাজ আমাদের করার দরকার নেই। আমাদের দলের কোনও কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নন। এলাকায় তৃণমূলের অনেক গোষ্ঠী রয়েছে। তাঁদের গিয়ে প্রশ্ন করলেই জানা যাবে এই কাজ কারা করেছে”।