West Bengal Panchayat Election 2023 : প্রতিশ্রুতিই সার! রাস্তা নির্মাণের দাবিতে ভোট বয়কটের ডাক মহিষাদলে – mahishadal villagers called for a vote boycott demanding the construction of roads election 23


West Bengal Panchayat Polls : ভোটে আসে ভোট যায়। কিন্তু শুধুই মেলে প্রতিশ্রুতি৷ এলাকায় আজও কাঁচা রাস্তায় কাদা পায়ে যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের। বারবার জন প্রতিনিধিদের বলা সত্ত্বেও হয়নি কাজ। তাই মহিষাদল ব্লকের অমৃতবেরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কেশবপুর গ্রামের ৮ নং বুথের পাল পাড়ার বাসিন্দারা এবার পঞ্চায়েত ভোট বয়কটের ডাক দিলেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বলে আসা সত্ত্বেও পাকা রাস্তা করে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এর ফলে বৃষ্টির সময় যাতায়াতের খুবই অসুবিধে হয়। সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন পালপাড়ার বাসিন্দারা।

Malda Panchayat Polls Violence : পূরণ হয়নি রাস্তা-ব্রিজের দাবি! ক্ষোভে ভোট বয়কটের হুঁশিয়ারি মালদায়
এই সব কারণে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন পল্লীবাসীরা। এখানে ৪০ থেকে ৫০ টি পরিবার বসবাস করেন। পালপাড়ায় মোট ভোটার প্রায় ২৫০ জন। স্থানীয় বাসিন্দা কালিপদ পাল এই বিষয়ে অভিযোগ করে জানান, “গত ১৫ বছর ধরে এলাকার কাঁচা রাস্তার কোনও কাজ হয়নি। ভোট এলেই রাজনৈতিক দলের নেতারা প্রতিশ্রুতি দেন ভোট শেষে রাস্তা নির্মাণ করা হবে।

Panchayat Election 2023 : বেহাল রাস্তা-জলের অভাব! ভোট বয়কটের ডাক মহিষাদলে
কিন্ত সেটা আর হয় না। তাই বাধ্য হয়ে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ ভোট দিতে যাব না”। তিনি আরও বলেন, “এখানে আগে জল নিকাশি ব্যবস্থা ছিলো। কিন্তু বর্তমানে তা দখল হয়ে যায়। সামান্য বৃষ্টি হলেই চারিদিকে জল জমে যায়। এখানকার সব বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবাইকে জানানো হলেও কাজ হয়নি।

Panchayat Election 2023 : ১০ বছর পেরোলেও বেহাল দশা রাস্তার! তীর-ধনুক সহযোগে বিক্ষোভে গ্রামবাসীরা
তাই ভোট দিতে যাব না। ভোটের সময় দুয়ারে দুয়ারে আসছে। কিন্তু ভোট চলে গেলেই কেউ মনে রাখছে না। এই রাস্তার কারণে আমরা ব্যাপক সমস্যায় আছি”। যদিও এই বিষয়টি কানে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী জানান, “ওই রাস্তা কেন হয়নি আমি বলতে পারব না।

Panchayat Eelection 2023 : টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ CPIM-এর বিরুদ্ধে! জুতোপেটা করার নিদান গ্রামবাসীদের
কারণ আমি আগের বার পঞ্চায়েতে ছিলাম না। এবারের ভোটের পর আমি নিজে উদ্যোগ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করব। এই কারণে ভোট বয়কটের ঘোষণা ঠিক নয়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলব”। এদিকে, স্থানীয় এক BJP নেত্রী বলেন, “তৃণমূল দল চোরেদের দল। সব জায়গা থেকেই টাকা খেয়েছে, তাই রাস্তা হয়নি।

West Bengal Panchayat News : টিকিট পেলেন না তৃণমূল বিধায়ক, দেওয়াল থেকে মোছা হল নাম! মহিষাদলে হইচই
ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার। তাই ভোট বয়কট না করে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়ে প্রতিবাদ করুন”। এখন দেখার আগামী ৮ ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে মহিষাদল ব্লকের কেশবপুর অঞ্চলের ৮ নম্বর বুথের ভোটাররা ভোট দিতে যান কি না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *