West Bengal Panchayat Polls: ‘লাভ হাউসে’-র মালিকের টিকিট-ক্ষতি! ৩ বারের পঞ্চায়েত প্রধানের পথের কাঁটা ‘গৃহপ্রবেশ’-ই?


Panchayat Nirbachan: আবারও চর্চায় লাভ হাউস। ভাঙড়ের বিখ্যাত বাড়ি মালিক আরাবুল ইসলাম ঘনিষ্ঠ প্রধান মোদাসের হোসেন এবার পেলেন না পঞ্চায়েতে টিকিট। টানা তিনবার ভোটে দাঁড়িয়েছেন তিনি। পনেরো বছর ধরে ভাঙড় ২ ব্লকের ভোগালী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি। একাধিক বিতর্কিত কথায় বারবার শিরোনামে উঠে এসেছেন ভাঙড়ে অন্যতম আলোচ্য নেতা। একের পর এক লাভ হাউস তৈরি করে তাঁকে নিয়ে চর্চাও কম হননি। গত কয়েক বছরে বিপুল বেড়েছে তাঁর সম্পত্তিও। আয় বহির্ভূত সম্পত্তি নিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও।

ভোগালী ২ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান মোদাসের হোসেন। বছরভর বিতর্কের কারণেই থেকেছেন আলোচনায়। তিনবার পঞ্চায়েতে লড়াই করে জয়ী হলেও এবার তালিকা থেকে বাদ তাঁর নাম। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বিতর্কে নাম জড়ানোই কাল হল মোদাসেরের। তাঁর বিতর্কিত মন্তব্যের থেকেও তাঁর তৈরি লাভ হাউস নিয়ে সব থেকে বেশি আলোচিত ভাঙড়ের ভোগালী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান।

Arabul Islam : ‘তাজা নেতা’ আরাবুলের আগের তেজ নেই!

তৃণমূল সূত্রে খবর, ভোগালী ২ পঞ্চায়েত এলাকায় মোট ১৮ টি সাংসদ আছে। এর মধ্যে ১ নম্বর সাংসদ বা ১৭৫ নম্বর বুথে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছিলেন মোদাসের হোসেন ও হাকিমুল ইসলাম ঘনিষ্ঠ আলিনুর মোল্লা। ২ নম্বর সাংসদ বা ১৭৬ নম্বর বুথে প্রার্থী হয়েছেন মোদাসরের স্ত্রী পাপিয়া পারভিন। সোমবার তৃণমূলের তরফ থেকে প্রার্থীদের প্রতীক দেওয়া হয়। অভিযোগ, মোদাসরের স্ত্রীকে তৃণমূলের প্রতীক দেওয়া হলেও মোদাসেরকে দেওয়া হয়নি। তাঁর পরিবর্তে নতুন ছেলে আলিনুরকে টিকিট দেওয়া হয়েছে। এই নিয়েই অভিমানী মোদাসের।

Panchayat Election 2023 : ভাঙড়ে ভোটের আগে বোমা আসে! এবার বদল চাইছেন শওকত-নওশাদ

এত বছরের পঞ্চায়েত প্রধান মোদাসেরের গলায় ঝরে পড়ে আক্ষেপ। বলেন, ”এত বছর দলের জন্য খাটলাম, দায়িত্ব নিয়ে পঞ্চায়েত চালালাম। আর কাজের বেলায় টিকিট পেল অন্য কেউ। আমার কিছু বলার নেই। তবে আমি এখনও দলের অঞ্চল সভাপতি। এটা নিয়ে উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলেছি, কোন লাভ হয়নি।”

WB Panchayat Election Nomination: অভিষেক আশ্বাসের পরেও বিরোধীদের খোঁজ নেই! বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসনে জয়ী তৃণমূল

রাজনীতিতে ভূমিকা বা পঞ্চায়েতের কাজে থেকেও বেশি রাজ্য রাজনীতিতে মোদাসের হোসেন পরিচিত লাভ হাউসের মালিক হিসেবে। ভাঙড়ের শিস হাসপাতালের কাছে মোদাসেরের প্রাসাদপ্রোম বিল্ডিং। সেই বাড়ির গায়ে ইটের তৈরি বড় বড় হৃদয়ের চিহ্ন অর্থাৎ লাভ সাইন। তাই এই বাড়িটি লাভ হাউস বলে পরিচিত। এরকম একটা বাড়ি নয়, বেশ কয়েকটা দামী বাড়ি তৈরি করেছেন ভাঙড় ২ ব্লকের ভোগালী ২ পঞ্চায়েতের প্রধান মোদাসের হোসেন। সেই বাড়ির মালিক ভোগালী ২ অঞ্চলের তৃণমূল সভাপতি মোদাসের হোসেন এবার টিকিট না পাওয়ায় জোর বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *