তার মধ্যে বিভিন্ন সংস্থার কাউন্টার থাকবে। কয়েক হাজার মানুষ সেখানে বসে খাওয়াদাওয়া করতে পারবে। ফুড কোর্ট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভলপমেন্ট কর্পোরেশন’-কে। কলকাতার ঐতিহ্যবাহী আলিপুর চিড়িয়াখানাকে ঢেলে সাজতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আলিপুর চিড়িয়াখানার ভিতরে যে হেরিটেজ কাফে রয়েছে, সেটিকে নতুন করে সংস্কার করা হয়েছে।
চিড়িয়াখানা ঘুরে দেখার ফাঁকে ক্যাফেতে বসে সময় কাটাতে পারেন দর্শকরা। বন দপ্তরের এক আধিকারিক জানান, হেরিটেজ কাফের খোলনচলে বদল করা হলেও সেখানে খুব বেশি লোক একসঙ্গে বসতে পারে না। তাই আলিপুর চিড়িয়াখানায় যারা বেড়াতে আসেন তাদের খাওয়াদাওয়ার সমস্যা হয়। তাদের সুবিধার্থেই ফুড কোর্ট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।