Bhadu Sheikh Murder: নতুন বউয়ের সঙ্গে দেখা করতে এসে পুলিশের ফাঁদে নিউটন, গ্রেফতার ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত – newton sheikh accused in bhadu sheikh murder arrested from birbhum


বিয়ের মোটে দু মাস। নতুন বউয়ের টানে বাড়ি ফিরলে যে এত বড় বিপদে পড়তে হবে তা ভাবতেও পারেনি। বউকে দেখতে এসে পুলিশের জালে ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখ। বুধবার রাতে বীরভূমের বিষ্ণুপুর গ্রামে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। নিউটনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এদিনই আদালতে তোলা হবে তাঁকে।

২০২২ সালের ২১ শে মার্চ, দুষ্কৃতিদের ছোঁড়া বোমায় মৃত্যু হয় বড় সাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের। এই ঘটনার অভিযোগ পত্রের দুই নম্বরে নাম ছিল নিউটন শেখের। কিন্তু এক বছর ধরে পলাতক ছিল সে। সেই কারণে বহু অভিযানের পরও গ্রেফতার করা সম্ভব হয়নি।

Panchayat Election In West Bengal 2023 : তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য শান্তিনিকেতনে, সিউড়িতে ধৃত অস্ত্র ব্যবসায়ী

পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগেই নতুন বিয়ে করেছে ভাদু শেখ। তাই নতুন বউয়ের টানে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘরে ফেরা। কিন্তু এবার আর শেষ রক্ষা হল না। দু-তিনদিন আগে মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রামে নতুন বিয়ে করা বউয়ের কাছে এসেছিল নিউটন শেখ। সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় মারগ্রাম থানার পুলিশ।

Farzi: ওয়েব সিরিজ দেখে জাল নোট বানিয়ে ফেসবুকে পোস্ট হাওড়ার ২ যুবকের! তারপর…

এবার আর চোখে ধুলো দেওয়া সম্ভব হয়নি। বাড়ি ঘিরে ফেলে গ্রেফতার করা হয় নিউটন শেখকে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ। সেই কারণেই পুলিশের তরফে অস্ত্র আইনেও মামলা রুজু করা হয়েছে তার বিরুদ্ধে। বৃহস্পতিবার তাঁকে রামপুরহাট আদালতে তোলা হবে। এখন এটাই দেখার ভাদু শেখ হত্যা মামলায় এবার সিবিআই কি এবার হেফাজতে নেবে নিউটনকে, সেটাই দেখার।

Panchayat Election 2023 : কংগ্রেস কর্মীদের ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! উত্তাল ময়ূরেশ্বর

২০২২ সালের ২১ শে মার্চ ভাদু শেখ খুনের পর উত্তাল হয়ে ওঠে রামপুরহাট। বীরভূমের রামপুরহাটের প্রত্যন্ত গ্রামে রাতের বেলায় সোনা শেখের বাড়িতে ভাঙচুর চলে। এই সোনা শেখ ছিলেন ভাদু শেখ খুনে অন্যতম চক্রী। সোনা শেখের বগটুইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়ে মৃত্যু হয় শিশু মহিলা সহ দশ জনের। বগটুইয়ের ওই নৃশংসা ঘটনায় শিউড়ে ওঠে গোটা রাজ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *