Digha Hotel: ভোটের দিন কি পর্যটকরা দিঘায় থাকতে পারবেন না? যাবতীয় প্রশ্নের জবাব প্রশাসনের – digha hotel and restaurant will be opened or not on panchayat election day here is the details answer


আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ। রাজ্যের ২০টি জেলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতে চলবে ভোট গ্রহণ। এই উপলক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করে যেসব জায়গায় ভোটগ্রহণ হবে সেই সব জায়গায় ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই নবান্নের তরফে এবিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে রাজ্য সরকার। এর ফলে সপ্তাহান্তে টুকটাক ছুটিতে বাড়ির অদূরে ঘুরতে বেরনো পর্যটকেরা পড়েছেন চিন্তায়। ঘুরতে বেরিয়ে হোটেল-রেস্তরাঁ খোলা পাব তো?

Government Holiday: ৮ জুলাই কি গোটা রাজ্যেই ছুটি? সরকারি বিজ্ঞপ্তিতে কাটবে ধোঁয়াশা

ঘর থেকে দু-পা ফেলিয়া…

বাঙালির সপ্তাহান্তের রিফ্রেশমেন্ট, অবসর যাপন হোক বা অভিসার, প্রেম থেকে পরকীয়া সবেরই প্রথম পছন্দ দিঘা। সপ্তাহান্তে দিঘা-মন্দারমণির সি বিচে থাকে দুর্গাপুজোর মতো ভিড়। যেদিকে তাকাও সেদিকেই সারি সারি মাথা। প্রসঙ্গত, ৮ জুলাই শনিবার। সরকারি অফিসের সঙ্গে সঙ্গে বেসরকারি অনেক অফিসেও থাকে ছুটি। ভোটের কারণে সরকারের তরফ থেকেও পঞ্চায়েত অঞ্চলে ঘোষিত ছুটি। ফলে স্বাভাবিক ভাবেই দিঘামুখী পর্যটকদের সংখ্যা ওইদিন বাড়বে। কিন্তু ভোটের আবহে রাজ্যের সর্বত্র মোতায়েন থাকবে বাড়তি সতর্কতা। এমন আঁটোসাঁটো সুরক্ষা ব্যবস্থার মধ্যে হোটেল খোলা থাকবে কিনা চিন্তায় পর্যটকেরা।

Digha Beach: উইকেন্ড ট্যুরে সেরা ঠিকানা দিঘা! সৈকত নগরীর নয়া আকর্ষণ কী কী জানেন?

সত্যিই কি বন্ধ থাকবে হোটেল রেস্তরাঁ?

এই বিষয়ে জিজ্ঞাস্য দূর করতে এই সময় ডিজিটাল যোগাযোগ করেছিল দিঘা প্রশাসনের সঙ্গে। কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্যের সঙ্গে কথা হলে তিনি জানান, ”ভোটের দিন দিঘার হোটেল বন্ধ রাখা নিয়ে কোনও নির্দেশ আসেনি। যদি নির্দেশ আসে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভোটে দিঘায় প্রভাব পড়বে বলে মনে হয় না।”

Liquor Rules: গাড়িতে দিঘা বকখালি যাচ্ছেন, কতটা মদ সঙ্গে নিতে পারেন? জানুন সরকারি নিয়ম

অন্যদিকে,” দিঘা থানার ওসি কামাল হাসি জানান, এই ধরনের কোনও নির্দেশিকা আমাদের কাছে আসেনি। এলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Digha Hotel : বেড়াতে গিয়ে চরম পরিণতি! দিঘার হোটেলের ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু পর্যটকের

World Book Day 2023 : নিখাদ বইপ্রেমীরাও ঘুরে আসতে পারেন দিঘা থেকে!

দিঘা শংকরপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, ”ভোটের দিন হোটেল বন্ধ রাখলে আমাদের কোনও সমস্যা নেই। রাজ্যের নির্বাচন কমিশন ও রাজ্য সরকার যদি চায় বন্ধ রাখতে পারে। আমরা সবরকম সাহায্য করব।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *