Howrah Panchayat Election : একই বাড়ির দুই ঘরণী দুই ফুলে! ‘জিতেই ছাড়ব’ বলছেন জায়েরা – two brides from same family contesting at panchayat elections at shyampur howrah


একই পরিবারের দুই বউমা তাঁরা। এক ছাদের তলায় বাস। তবে একটি নির্বাচনকে তাঁদেরকে পরস্পরকে প্রতিদ্বন্দ্বী করে তুলল। হাওড়া জেলার শ্যামপুরে বানেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন তাঁরা। একজন ঘাসফুল, আরেকজন পদ্মফুল চিহ্নে লড়ছেন দুই জা। পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীদের লড়াই পরম্পরা। আর সেই লড়াইকে কেন্দ্র করে জমজমাট হয়ে ওঠে বিভিন্ন এলাকা। তবে এই লড়াই যদি একই পরিবারের মধ্যে হয় তাহলে তো কথাই নেই। যেমন শ্যামপুরের বানেশ্বরপুর ১নং গ্রাম পঞ্চায়েতের ২৮৪ নং বুথ।

WB Panchayat Election : নারীশক্তির কামাল! লালঝান্ডার জোরে একরোখা লড়াই, CBI তদন্ত আদায় দুই CPIM প্রার্থীর
এই বুথে দুই জায়ের মধ্যে রাজনৈতিক লড়াই সকলের নজরের কেন্দ্রবিন্দু। এই বুথে একদিকে তৃণমূলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন বর্তমান পঞ্চায়েত সদস্যা পুতুল কপাট। অন্যদিকে, তার বিরুদ্ধে বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন পুতুল কপাটের জা সুপর্না কপাট। সুপর্না কপাট পঞ্চায়েতের কাজের পাশাপাশি বাড়িতে টিউশানি ও পড়ান।

Suvendu Adhikari : ‘রাজ্য নির্বাচন কমিশনের মুখে ঝামা ঘষে…’, সুপ্রিম রায়ে মন্তব্য শুভেন্দুর
অন্যদিকে, পুতুল কপাট একজন আশা কর্মী। পুতুল কপাট রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও সুপর্না কপাট সেভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নন। যদিও তাঁর স্বামী অরুন কুমার কপাট দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। তবে আগে এলাকার তৃণমূলের বুথ সভাপতি থেকে অঞ্চল সম্পাদক থাকলেও দলীয় নেতৃত্বের সঙ্গে মত বিরোধের ফলে গত পঞ্চায়েত নির্বাচনে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

Purulia Panchayat Election : তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, উত্তেজনা পুরুলিয়ায়
স্বামীর হাত ধরেই এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে র্নিবাচনে প্রতিদ্বন্দিতা করছেন সুপর্না কপাট। তবে নিজেদের জয় নিয়ে আশাবাদী দুপক্ষ। পুতুল কপাটের দাবি গত ৫ বছরে এলাকায় যা উন্নয়ন করেছি তার খতিয়ান তুলে ধরছি। সবথেকে বড় কথা এবারে আবার এলাকার মানুষ আমাকে প্রার্থী হিসাবে চেয়েছে বলে আমি আমার জয় নিয়ে একশো ভাগ নিশ্চিত বলে দাবি করেন পুতুল কপাট।
অন্যদিকে, সুপর্না কপাট জানান আশা কর্মী হিসাবে এলাকায় কাজ করার সুবাদে আমার প্রতি প্রচুর মানুষের সমর্থন আছে। সুতরাং এবারে এই বুথে ফল অন্য হবে বলে দাবি করেন সুপর্না কপাট।

Panchayat Election News: রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া! উনুনেই হাঁড়ি চড়ালেন প্রার্থী!

তবে দুজনে দুটি ভিন্ন রাজনৈতিক দলের হয়ে প্রতিদ্বন্দিতা করলেও তাঁদের মধ্যে পরিবারিক সর্ম্পকে কোনও ছেদ পড়বে না বলে জানান দুই গৃহবধূ পুতুল কপাট এবং সুপর্না কপাট। দুই জনেই দুই দলের নীতি, আদর্শ এবং প্রচারের দিক মাথায় রেখে ইতিমধ্যে জনসংযোগ শুরু করে দিয়েছেন। তবে জিতবে কে সেটাই দেখার অপেক্ষায় রয়েছে গোটা গ্রামবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *