Kurmi Protest : তৃণমূলের ‘পথের কাটা’ কুড়মিরা! ভোটের আগেই পুরুলিয়ায় দুই আসনে জয় সমর্থিত নির্দলদের – two kurmi supported independent candidates won uncontested in purulia district election23


বেশ কয়েকদিন ধরে কুড়মি বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। কুড়মিদের আদিবাসী সম্প্রদায় তালিকাভুক্ত করতে হবে এই নিয়ে আন্দোলনের শুরু। এই আন্দোলনের জেরে বর্তমানে পুরুলিয়া জেলায় অনেকটাই শক্তিশালী কুড়মি সমাজ। পঞ্চায়েত ভোট ঘোষণার আগে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সহযোগিতা না করার অভিযোগ তুলেছিল কুড়মিরা।

রাজ্য সরকারের সহযোগিতা না পেয়ে হুংকার দেন কুড়মি সমাজের (Kurmi Protest) মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) সমর্থন করবে না কুড়মি সমাজ। যেমন কথা, তেমন কাজ। পঞ্চায়েত ভোটের আগেই পুরুলিয়ায় দুই কুড়মি সমর্থিত নির্দল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

West Bengal Panchayat Election : ‘হাত কেটে নেব…’, পুরুলিয়ায় হুমকি কুড়মি সমর্থিত নির্দল প্রার্থীকে! কাঠগড়ায় তৃণমূল
নির্বাচন কমিশন সূত্রে খবর, পুরুলিয়া ২ নম্বর ব্লকের আগয়া নড়রা গ্রাম পঞ্চায়েতের ডুমুরডি সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী রঘুনাথ মাহাতো। ওই সংসদে আরও দু’জন নির্দল প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা তা প্রত্যাহার করেন।

অন্য দিকে বান্দোয়ান গ্রাম পঞ্চায়েতের গঙ্গামান্না গ্রামের দু নম্বর সংসদে কুড়মি সমাজ সমর্থিত নির্দল প্রার্থী শিবানী রাজোয়াড় জয়ী হয়েছেন। সেখানে রেখা কালিন্দী নামে আরেকজন মনোনয়ন পত্র জমা করেছিলেন কিন্তু তিনি তা প্রত্যাহার করে নেন।

WB Panchayat Nirbachan Nomination: ভোট দেওয়ার লোক নেই দিলীপেরই! অভিষেক আশ্বাস সত্ত্বেও ঝাড়গ্রামে বিরোধী শূন্য আসনের ছড়াছড়ি
রাজনৈতিক বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন, এবারের পঞ্চায়েত নির্বাচনে জঙ্গলমহল ও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ‘বড় ফ্যাক্টর’ হতে পারে কুড়মিরা। সব রাজনৈতিক দলই কুড়মিদের সমর্থন পাওয়ার জন্য মরিয়া। কিন্তু, বারবারই কুড়মিদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে তাঁরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলকে সমর্থন করবে না।

নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর এদিনও নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। তিনি বলেন, ‘এই নির্বাচনে কোনও প্রতীকধারী রাজনৈতিক দলকে সমর্থন করবে না কুড়মি সমাজ। আর তৃণমূলকে তো কোনওভাবেই নয়। তবে কোনও নির্দল প্রার্থী তাদের সমর্থন চাইলে সেটা ভেবে দেখা হবে।’

Panchayat Election 2023 : বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন BJP প্রার্থী! জিতেই যোগ দিলেন তৃণমূলে, ভোটরঙ্গ বীরভূমে
কুড়মিদের ক্ষোভ পুঞ্জীভূত হয়ে বর্তমানে যে জায়গায় পৌঁছেছে তাতে তারা এই নির্বাচনে কোনও রাজনৈতিক দলকে তাদের দেওয়ালে রাজনৈতিক প্রচার করতে দেবেন না বলে জানিয়ে দিয়েছেন কুড়মি নেতারা। তাই এবারের নির্বাচনে পুরুলিয়া জেলায় কুড়মি ভোট যে বিরাট ভূমিকা নিতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *