Panchayat Election 2023 : ২৪ ঘণ্টায় দ্বিতীয়বার ‘ফুল বদল’ ৫০ টি পরিবারের! শোরগোল দুবরাজপুরে – within 24 hours 50 families join tmc left bjp in birbhum dubrajpur election23


Birbhum News : রাজ্যে পঞ্চায়েত ভোটের বেশ কয়েকমাস আগে থেকেই চলছে দলবদলের খেলা। রাজ্যের কোনায় কোনায় দেখা যাচ্ছে, এক দল থেকে আরেক দলে যোগ দেওয়ার হিড়িক। কিন্তু মঙ্গলবার ও বুধবার বীরভূম জেলার দুবরাজপুরে যা দেখা গেল, তা হয়ত কোনও টানটান চিত্রনাট্যের সিনেমা বা ওয়েব সিরিজকেও হার মানাবে।

মঙ্গলবার সন্ধ্যায় দুবরাজপুর বিধানসভার অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের বেলবুনী গ্রামে তৃণমূলের পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেন। তাদের হাতে BJP-র দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। আর ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ফের ফুল বদল করল ওই ৫০ টি পরিবার।

WB Panchayat Election 2023 : বিধায়কের হাত ধরেই দলবদল! ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে ৫০ পরিবার
অর্থাৎ তাঁরা আবার পুনরায় BJP ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে দাবি তৃণমূলের। আজ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান।

পুনরায় তৃণমূলে যোগ দেওয়া ওই পরিবারগুলির এক সদস্য বলেন, “আমরা ভুল বুঝে BJP-তে যোগ দিয়েছিলাম। আমরা বরাবর তৃণমূল সমর্থক। দলের নেতা কর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। সেই কারণে অভিমান করে BJP তে চলে গিয়েছিলাম। কিন্তু দল ছাড়ার পরেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এসে আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সব অভিযোগ মনে দিয়ে শোনেন। তারপরই আমরা আবার তৃণমূলে ফিরে আসার সিদ্ধান্ত নিই।”

WB Panchayat Election : ভোটের আগে ফের দলবদল! মহিষাদলে একযোগে বিরোধীদের বিজেপিতে যোগদান
এই বিষয়ে দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল খান বলেন, “BJP ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে এই ভালো অথচ গরীব মানুষগুলিকে দলে টেনেছিল। কিন্তু তাঁরা নিজের ভুল বুঝে আমাদের ছাতার তলায় আবার ফিরে এলেন। BJP-র এই ভয়ের রাজনীতি দুবরাজপুরে চলবে না। পঞ্চায়েত ভোটে দুবরাজপুর থেকে মানুষ BJP কে ছুঁড়ে ফেলবেন।”

Panchayat Election 2023 : মনোনয়ন জমার মাঝেই নারায়ণগড়ে তৃণমূলে বড় ভাঙন, BJP-তে যোগ ৩০০ কর্মীর
দুবরাজপুর বিধানসভার BJP বিধায়ক অনুপ সাহা অভিযোগ করে বলেন, “ওই পরিবারগুলি স্বেচ্ছায় BJP-তে যোগ দিয়েছিলেন। কিন্তু যোগ দেওয়ার দিনই রাতের দিকে তৃণমূলের গুণ্ডাবাহিনী তাঁদের গিয়ে হুমকি দেয়। সেই কারণেই এই ঘটনা ঘটেছে। মানুষ তৃণমূলের ভয়ের কারণে মুখ খুলতে পারছেন না। তাঁরা মন থেকে BJP-র সঙ্গেই আছেন। সুস্থ পরিবেশে ভোট হলে তৃণমূলকে দুবরাজপুর কেন, গোটা বীরভূম জেলাতেই আর খুঁজে পাওয়া যাবে না।”

অবশ্য যে কারণেই হোক না কেন, মাত্র একদিনের মধ্যে এই পুনরায় দলবদল বীরভূম জেলার রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *