Rajiva Sinha State Election Commission: ‘আপনি কি পদত্যাগ করবেন?’ উত্তরে মুখ খুললেন রাজীব সিনহা – state election commissioner rajiva sinha speaks on his resignation speculation election23


একদিকে একের পর এক মামলায় ভর্ৎসিত কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার একের পর এক ভূমিকায় প্রশ্ন। এই পরিস্থিতির মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফিরিয়ে দেওয়ায় রাজ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরার জল্পনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। এদিন কমিশনে ঢোকার পথেই সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়েন রাজীব সিনহা। সরাসরি তাঁর কাছে জানতে চাওয়া হয় তিনি পদত্যাগ করছেন কিনা।

West Bengal Panchayat Election : সরতে হবে রাজ্য নির্বাচন কমিশনারকে? জয়েনিং রিপোর্ট ফেরত পাঠালেন রাজ্যপাল

বৃহস্পতিবার সকালে রাজ্য নির্বাচন কমিশনের অফিসে ঢোকার সময়ে রাজীব সিনহাকে জিজ্ঞেস করা হয়, ”আপনি কি পদত্যাগ করছেন?” উত্তরে জল্পনা উড়িয়ে তিনি জবাব দেন, ”এমন কোনও তথ্য আমার কাছে নেই।” বার বার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের প্রশ্নে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার ভূমিকা তুমুল সমালোচিত হয়। ভর্ৎসনা করেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

WB Panchayat Election : ‘নির্দেশ না মানলে স্টেপ ডাউন করুন…’, হাইকোর্টে তুলোধনা রাজ্য নির্বাচন কমিশনকে

আদালতের বার বার নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনী মোতায়নে রাজ্য নির্বাচন কমিশনারের গড়িমসি দেখে সাংঘাতিক ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। এমনকী স্পর্শকাতর এলাকাও চিহ্নিত করা হয়নি। সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে কমিশনকে তুলোধনা করে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, ”এই নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশ কার্যকর না করে নিজের মতো সিদ্ধান্ত নিচ্ছে।” ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট বলে, ”কমিশন নির্দেশ কার্যকর করতে পারবে না বলে মনে করলে, তাহলে তারা স্টেপ ডাউন (পদত্যাগ) করুক। অন্য কমিশনার নিয়োগ করবে রাজ্যপাল। সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। যদি কমিশন এই নির্দেশ না মানে তাহলে আদালত এটাই মনে করবে যে আদালতে নির্দেশ কার্যকর করতে চায় না কমিশন।”

Bengal Panchayat Polls : ২২ কোম্পানি যথেষ্ট নয়: কলকাতা হাইকোর্ট

এরপরই রাজভবনের চরম পদক্ষেপ। রাজ্য নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট ফেরত পাঠায় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাতে সাক্ষর করেননি তিনি। তার পরই কমিশনার পদে রাজীব সিনহার বহাল থাকা নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে রাজভবনে কমিশনারকে রাজ্যপাল ডেকে পাঠালেও তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে যাননি।

WB Panchayat Election : নথি বিকৃতির অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে CBI তদন্তের নির্দেশ বিচারপতি সিনহার

ভোটের আর হাতে গোণা কয়েকদিন বাকি। এর মধ্যে ভোটের দিন ঘোষণা থেকে মনোনয়নের কাজ সেরে ফেলেছে নির্বাচন কমিশন। উল্লেখ্য, রাজীব সিনহা কমিশনার পদে যোগদানের ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই ভোটের ঘোষণা করেছে।

WB Panchayat Election Date : ৮ জুলাই ভোট রাজ্য পুলিশেই আস্থা কেন্দ্রীয় বাহিনীতে ‘অনীহা’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *