Raju Jha Murder Case : রাজু ঝাঁ হত্যাকাণ্ডের তদন্তে নয়া মোড়! সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ – calcutta high court rejects cbi investigation order of single bench on raju jha murder case


Raju Jha Murder Case : রাজু ঝাঁ খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। কেন সিঙ্গেল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা আরও ব্যাখ্যা করতে হবে বলে জানান হয়।
রাজু ঝাঁ খুনের মামলায় তদন্ত চালাচ্ছিল সিআইডি। কিন্তু যেহেতু এই মামলার সঙ্গে কয়লা কেলেঙ্কারির বিষয়টি যুক্ত তাই এর তদন্তও সিবিআইয়ের হাতে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। কিন্তু, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, কেন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল তার পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়া হয়নি।

Raju Jha Murder Case : রাজু ঝা হত্যাতেও সিবিআই তদন্ত, ৪ মাস সময়
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশে জানিয়েছেন, সিবিআইকে ৭ জুলাই এর মধ্যে সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট দিতে হবে, তাদের কাছে যা তথ্য আছে সেই বিষয়ে। আগামী ১০ জুলাই সিঙ্গেল বেঞ্চে ফের শুনানি। তবে তদন্ত এখন সিআইডি করবে কিনা তা স্পষ্ট করা হয়নি নির্দেশে।
প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই রাজু ঝাঁ খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই নির্দেশ দেন। কয়লা কারবারি রাজু ঝাঁ খুনের সঙ্গে কয়লা কেলেঙ্কারি যুক্ত রয়েছে বলে পর্যবেক্ষণ করে আদালত। রাজ্যে কয়লা কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই কারণে এই মামলাও সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছিল।

Raju Jha News : রাজু ঝা খুনে সামনে আসবে নতুন তথ্য! গোপন জবানবন্দি স্ত্রীর
উল্লেখ্য, গত ১ এপ্রিল শক্তিগড়ে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় কয়লা ব্যবসায়ী রাজু ঝাঁকে। ঘটনার পরেই বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে মোট ১২ জনের একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের মাঝে দুর্গাপুরের ব্যবসায়ীর এক কর্মী অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করা হয়। এরপর বিহারের রাঁচি থেকে ইন্দ্রজিৎ গিরি এবং লালবাবু নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছিল।

Arjun Singh : মাফিয়া নন, ‘রাজু ঝা গুড বিজনেস ম্যান’

তবে এই তদন্তের অগ্রগতি আরও দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফে। চার মাসের মধ্যে এই খুনের তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল আদালতে। আদালত জানিয়েছিল, রাজু ঝাঁ খুনের সময় গাড়িতে থাকা আরেক ব্যক্তি আবদুল লতিফ কয়লা পাচারে সঙ্গে অভিযুক্ত ছিল। সিবিআইয়ের চার্জশিটেও নাম রয়েছে ওই ব্যক্তির। এই খুন ও কয়লা পাচার একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত বলেই সিবিআই তদন্ত দেওয়া হয়েছিল। তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশের পর নতুন করে সিআইডির হতেই কি তদন্তভার ফিরে আসবে, তা এখনও পরিষ্কার নয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *