Uttar Dinajpur Panchayat Election : উত্তর দিনাজপুরে উলটপুরাণ! পরপর দু’বার একাধিক গ্রামে প্রার্থী দিতেই ব্যর্থ তৃণমূল – trinamool congress has no candidate at gobindapur gram panchayat in uttar dinajpur election23


Uttar Dinajpur Panchayat Election : দিনাজপুরে উলটপুরাণ! জেলায় জেলায় একাধিক আসনে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে রাজ্যের শাসক দল, সেখানে প্রার্থী পাওয়া গেল না গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে। তবে জেলা তৃণমূল বলছে, ঘাসফুল চিহ্ন থেকে প্রার্থী না থাকলেও নির্দল দাঁড়িয়েছে আসনগুলি থেকে। জিতলেই তাঁরাই আসবেন তৃণমূলে। একই জেলায় যেখানে চোপড়া ব্লকে পঞ্চায়েতের ৩ টি স্তরেই বিরোধী রাজনৈতিক দলগুলির কোনও অস্তিত্ব নেই। ৩ টি স্তরেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। সেখানে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২৩ টি আসন ও পঞ্চায়েত সমিতির ৩ টি আসনে শাসকদলের কার্যত কোনও অস্তিত্ব নেই। তৃণমূল কংগ্রেসের প্রতীকে একজন প্রার্থীও এই গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে লড়ছে না।

Panchayat Election 2023 : করিমপন্থী নির্দল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তুমুল উত্তেজনা ইসলামপুরে
দলের একাংশ বলেছে, জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও চোপড়ার বিধায়কের মধ্যে আসন বন্টন নিয়ে দ্বন্দ্বের জেরেই এই পঞ্চায়েতে কাউকেই দলীয় প্রতীক বরাদ্দ করা হয় নি। দুই শিবিরের ইচ্ছুক প্রার্থীরা এই গ্রাম পঞ্চায়েতে নির্দল হিসেবে লড়াই করছে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা অবশ্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব স্বীকার করেনি।

WB Panchayat Election 2023: মনোনয়নে রক্ত স্নান চোপড়ার, অভিষেক আশ্বাসেও কেন বিরোধী শূন্য পঞ্চায়েত? জানা গেল কারণ
জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ২৩ টি আসনের জন্য তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের পক্ষ থেকেই একেকটি আসনের জন্য কোনো আসনে ২ বা তারও বেশি মনোনয়নপত্র দলের নামেই জমা পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে দুই শিবিরের নেতৃত্ব মিলিতভাবে সিদ্ধান্ত নেয় এই নির্বাচনে গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কোনো আসনেই দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হবে না।

Panchayat Election West Bengal 2023 : পঞ্চায়েতের বলি বেড়ে ৮! মৃত্যু চোপড়ার গুলিবিদ্ধ CPIM কর্মীর, CBI তদন্তের দাবি
চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানিয়েছেন, “ওই গ্রাম পঞ্চায়েতের অপেক্ষাকৃত দুর্বল আসনগুলি আমার ভাগে দেওয়া হচ্ছিল। সেই কারণেই রাজি হই নি। মীমাংসা না হওয়ায় কোনও আসনেই দলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয় নি।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জানিয়েছেন, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২৩টি ও পঞ্চায়েত সমিতির ৩টি আসনে আমাদের দলের হয়ে প্রচুর মানুষ টিকিটের দাবিদার ছিল। তাঁরা প্রত্যেকেই যোগ্য। এই কারণে আমরা কাউকেই দলের পক্ষ থেকে টিকিট বিলি না করে সবাইকেই নির্দল হিসেবে নির্বাচনে দাড়াতে বলেছি।

WB Panchayat Election : রাতভর বোমাবাজি! প্রাণ গেলেও মনোনয়ন তুলব না!

গোটা বিষয়টি নিয়ে এলাকার সাধারণ তৃনমুলকর্মীরা ব্যাপক ক্ষুব্ধ। তাঁদের বক্তব্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেও এই গ্রাম পঞ্চায়েতে একই কারণে দলের পক্ষ থেকে টিকিট বিলি করা হয় নি। সেক্ষেত্রেও সবাই নির্দল হিসেবে লড়াই করেছিল। দলের কর্মী হয়েও পরপর দুটি পঞ্চায়েত নির্বাচনে আমরা দলীয় প্রতীকে নিজেদের ভোট দিতে পারছে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *