WB Panchayat Election 2023: অন্তর্দ্বন্দ্ব আরও তীব্র! দলের বিরুদ্ধে নির্দলের হয়ে প্রচারে তৃণমূল বিধায়ক আবদুল করিম চৌধুরী – abdul karim chowdhury starts campaigning in panchayat election against tmc election23


“নো টিএমসি অনলি নির্দল। শুধুমাত্র নির্দল প্রার্থীদের পক্ষে ভোট চাইব।” পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিস্ফোরক ইসলামপুরের বর্ষীয়ান বিধায়ক আবদুল করিম চৌধুরী। তৃণমূল দলের রাজ্য নেতা থেকে শুরু করে জেলার নেতাদেরও এক হাত নিলেন তিনি। এমনকি নিজেকে রাজনীতির একমাত্র লিভিংস্টোন বলেও সম্বোধন করেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের নিজ বাসভবন ‘গোল ঘরে’ সাংবাদিক সম্মেলন করেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। এই সাংবাদিক সম্মেলনে এই নির্বাচনে যারা নির্দল প্রার্থী হয়েছে তাদের নাম ঘোষণা করেন।

ইসলামপুর জেলা পরিষদের ২টি আসনে, পঞ্চায়েত সমিতির ২৭ টি আসনে এবং গ্রাম পঞ্চায়েতের ১৩৪টি আসনে নির্দল প্রার্থীরা লড়াই করছে বলে ঘোষণা করেন তিনি। পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল এবং ইসলামপুরের তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। তিনি বলেন, ” আমি ন্যায্য কথা বলি বলে, আমি বিদ্রোহী বিধায়ক।”

Panchayat Polls In West Bengal : টাকার বিনিময়ে টিকিট! খোদ তৃণমূল বিধায়কের মেয়েই নির্দল প্রার্থী!

পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেন তিনি। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে আপনার লোকগুলো আমার লোকগুলোকে মারছে। খুন করছে। কানাইয়ালাল আগারওয়াল এবং জাকির হোসেনকে বাঁচানো হচ্ছে তৃণমূল ভবন থেকে। আপনি বলেছিলেন, যে বিধানসভায় যে এমএলএ আছে তার ভিত্তিতেই সংগঠন চলবে। কিন্তু তা হচ্ছে না।” করিম সাহেব আক্ষেপ করে বলেন, ” বাই ইলেকশনের সময় অনেকে চেষ্টা করেছিল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়ানোর। তখন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে বিশ্বাস করেননি। তৎকালীন জেলার দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারীকে বলেছিলেন করিমদাকে ফিরিয়ে আনো। আমি তখন ‘বাংলা বিকাশ কংগ্রেস’ নামে একটি দল শুরু করেছিলাম। তখন আমি আবার নির্বাচনে দাঁড়াই এবং প্রায় ৩৭ হাজার ভোটে জয়ী হই।”

West Bengal Panchayat Election : প্রার্থী তালিকায় ‘নতুন মুখ’! তৃণমূলের হয়েই মনোনয়ন পুরনোদের, অবাক কাণ্ড ঝাড়গ্রামে

জেলা সভাপতি কানাইয়ালাল আগারওয়াল ও ব্লক সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, “ওরা টাকা পয়সা, বন্দুকবাজদের নিয়ে খেলা করে বেড়াচ্ছে। এবার যদি কোন বন্দুক বাজের খেলা হয় তবে আমি নিজে গাড়ি নিয়ে চলে যাব ওই বন্দুক বাজের কাছে।” বলে হুঁশিয়ারি দেন করিম সাহেব।

Manoranjan Bapari Resigns: ‘রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়…!’ পঞ্চায়েতের আগেই দলের পদ থেকে ইস্তফা, বিস্ফোরক মনোরঞ্জন

পুলিশ প্রশাসন সম্পর্কে তিনি বলেন, “পুলিশ নীরব থেকে যায়। ভয় পেয়ে যায়। পুলিশকে বলেছি যে আপনারা যখন চাকরিতে যোগ দিয়েছেন তখন শপথ নিয়েছিলেন যে আপনারা সৎভাবে কাজ করবেন। কোন পক্ষপাতিত্ব করবেন না। প্রশাসনকে বলব নিরপেক্ষভাবে কাজ করুন। “

তিনি আরও বলেন, “আমার কর্মীরা ভয় পাচ্ছে যে ভোট তো হয়ে যাবে কিন্তু কাউন্টিংয়ে স্লিপ কেড়ে নেবে এবং সার্টিফিকেট অন্য লোককে দিয়ে দেবে।জেতা লোককে না দিয়ে যে হেরে গেছে তাকে দিয়ে দেবে। এই ঘটনা একবার ঘটেছিল। সেটা যেন পুনরায় না হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুধু দলের নন আপনি গোটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য আছেন। আমাকে আপনি সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন। আমাকে সাইড ট্র্যাক করে দিয়েছেন। মমতাদি আপনি নিজেকে সামলান। যেই বামনীতির বিরুদ্ধে লড়াই করে আজকে জায়গায় পৌঁছেছেন। সেই বাম নীতিতে দলটিকে যেতে দেবেন না।”

Panchayat Election 2023 : মনোনয়ন প্রত্যাহার না করলে প্রয়োজনে বহিষ্কার, নির্দল সংকটে হুঁশিয়ারি নদিয়া জেলা নেতৃত্বের

করিম চৌধুরী আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, সৎ, মমতায় ভরা। কিন্তু নেতারা দুর্নীতিতে ভরা। দুঃখ হয়। আমার এই কথা শুনে অনেকে ক্ষেপে যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়র ইমেজ নষ্ট করে দিচ্ছে দলের নেতারাই। কিছু লবির নেতার দালালি চক্রান্তে রাজ্য নেতারা পড়ে করিমের সংগঠন টিকে তুলে দিয়েছে বিরোধীদের হাতে যারা নির্বাচনের সময় দলে থেকে আমাকে হারানোর চক্রান্ত করেছিল।” নাম না করে রাজ্য নেতাদের বিরুদ্ধেও সুর চালান তিনি।

West Bengal Panchayat Election 2023 : ‘ঘৃণা ধরে গিয়েছে…’, তৃণমূল ছাড়লেন দলের জন্মলগ্নের কর্মী

অন্যদিকে, তিনি তাঁর প্রার্থীদের উদ্দেশ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে বলেন। এবং কেউ এক গালে চড় মারলে অপর গালটি বাড়িয়ে দেওয়ার কথাও বলেন। পাশাপাশি পুলিশের উপর হাত না দেওয়ার কথাও বলেন করিম সাহেব। তিনি আক্ষেপ করে বলেন, “কানাইয়ালাল আগারওয়াল নিজে এমপি এবং নিজের মেয়েকে এমএলএ করার আশায় আছে। ওদের অনেক টাকা। আমি জমিদার ছিলাম ঠিকই কিন্তু আমি গরিব। করিম চৌধুরী একটা গরীব লোক। তবে আমার ভাবমূর্তি সবসময় ঠিক রেখেছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *