Barasat Murder : যত কাণ্ড বারাসতে! মদ খাওয়ার প্রতিবাদ করায় ভাইপোর অণ্ডকোষে ছুরি গুণধর জেঠুর – barasat young man allegedly murdered her neighbour police started probe


ফের বেপরোয়া খুনের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়। মদ খাওয়ার প্রতিবাদ করায় পাড়াতুতো ভাইপো খুন করার অভিযোগ উঠেছে প্রতিবেশী জেঠুর বিরুদ্ধে। অলিপ সাহা (৪২) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বারাসত পালপাকুরিয়া এলাকায়। এই ঘটনায় সুভাষ বিশ্বাস নামে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মদ খাওয়ার প্রতিবাদ করায় অলিপর অণ্ডকোষে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে সুভাষের বিরুদ্ধে। এই ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

WB Panchayat Election : কালিয়াচকে তৃণমূল প্রার্থীকে পিটিয়ে খুন, অভিযুক্ত কংগ্রেস! হত্যা নিয়ে বিস্ফোরক রাজ্যের মন্ত্রী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকণ্ঠ মদ্যপান করে এসে বাড়িতে গণ্ডগোল করছিল সুভাষ। সেই সময় পাড়াতুতো ভাইপো অলিপ এই ঘটনার প্রতিবাদ করে। উগ্র সুভাষকে থামানোর চেষ্টা করেন অলিপ। সেই সময় সুভাষের হাতে একটি ঘরে ব্যবহার করার ছুরি ছিল। সেই ছুরি দিয়েই অলিপের অণ্ডকোষে আঘাত করে সুভাষ। তখনই শিরা কেটে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

আহত অলিপকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারাসত থানার পুলিশ। অভিযুক্ত সুভাষ বিশ্বাসকে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

Delhi University Murder: বচসার সময় ছুরি দিয়ে পরপর কোপ! দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই পড়ুয়া খুন
পুলিশ সূত্রে খবর, মৃত অলিপের দেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসাপাতালে পাঠানো হয়েছে। ধৃতকে আজ বারাসত আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। ঠিক কী কারণে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অলিপের সঙ্গে সুভাষের পূর্ববর্তী কোনও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Uttar 24 Pargana News : ব্যারাকপুরে মহিলা চিকিৎকের রহস্যমৃত্যু কাঠগড়ায় লিভ-ইন পার্টনার! অভিযুক্ত সেনার ডাক্তার
স্থানীয় বাসিন্দা এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘সুভাষ মদ্যপ অবস্থায় প্রায় দিনই বাড়িতে ফিরে গোলমাল করে। এদিন বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করার সময় তাঁকে থামাতে গিয়েছিল অলিপ। তখনই ছুরি নিয়ে তাঁর অণ্ডকোষে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। বারাসত হাসাপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরমভাবে একটি তাজা প্রাণ ঝরে গেল। কোনওভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই দোষীর উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করা হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *