Midnapore News: ফের পুরসভায় দেদার দুর্নীতি, সম্পত্তি হাতাতে জীবিত ব্যক্তির জাল ওয়ারিশ সার্টিফিকেট ইস্যু ক্লার্কের


টাকা ফেললেই মিলছে জাল সার্টিফিকেট। চেয়ারম্যানের বদলে পুরসভার ক্লার্কের চূড়ান্ত সাক্ষরে তৈরি হয়ে যাচ্ছে উত্তরাধিকার সার্টিফিকেট। তাও আবার জীবিত রয়েছেন এমন ব্যক্তির। জীবিত ব্যক্তির ওয়ারিশন সার্টিফিকেট ইস্যু করছেন পুরসভার ক্লার্ক তাজ্জব এই ঘটনা ঘটেছে ঘাটালের খড়ার পুরসভায় । সেই সার্টিফিকেটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কাঠগড়ায় পুরসভা এবং পুরসভার চেয়ারম্যান ।

সম্প্রতি খড়ার পুরসভার ৪ নং ওয়ার্ডের শান্তনু মণ্ডল নামে এক ব্যক্তি জীবিত থাকা অবস্থাতেই তার নামে ওয়ারিশন সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকার সার্টিফিকেট ইস্যু করেন খড়ার পুরসভার ক্লার্ক অভিজিৎ ঘোষ। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক তরজা ।

Maharashtra BJP MLA : মহিলা বিজেপি বিধায়কের দাদাগিরি! প্রকাশ্যে পুরসভার ইঞ্জিনিয়রকে থাপ্পড়

কী এই ওয়ারিশন সার্টিফিকেট?

বাংলায় একে বলে উত্তরাধিকার সনদ। কোন ব্যক্তির মৃত্যুর পর তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির উত্তরাধিকার কারা, তা চিহ্নিত করতে তৈরি করা হয়। এরপর ওই ব্যক্তি ব্যক্তিগত ইচ্ছে ও আইন অনুযায়ী উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি বন্টন করা হয়। কোনও ব্যক্তির জীবিত থাকাকালীন এই সার্টিফিকেট ইস্যু করা সম্ভব নয়।

Paschim Medinipur : রক্ত এল বিমান যোগে! বিরল থ্যালাসেমিয়া থেকে ‘নবজন্ম’ খুদে সুপ্রীতির

খড়ার পুরসভার ৮নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর ফাল্গুনী মিশ্রের অভিযোগ,”একজন জীবিত ব্যাক্তির নামে ওয়ারিশন সার্টিফিকেট পুরসভার ক্লার্ক হয়ে কীভাবে দিতে পারেন? তাঁর নিজের নামে সই করে পুরসভার প্যাডে, পুরসভার স্ট্যাম্প ব্যবহার করতে পারেন না একজন ক্লার্ক । এটা আইনত দণ্ডনীয় অপরাধ । চেয়ারম্যান স্যারকে বলেছি ওই ব্যক্তির ওপর ব্যবস্থা নিতে হবে, এর বিরুদ্ধে নয়তো ভারতীয় জনতা পার্টি কঠোর আন্দোলন করবে।”

WB Gram Panchayat : পঞ্চায়েতের শ্মশান কবে সভ্য সমাজ-উপযোগী হবে

তবে এই বিষয়ে খড়ার পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের খড়ারের টাউন সভাপতি অরূপ রায় বলেন,” কাজটা উনি ঠিক করেননি, একজন ক্লার্কের এক্তিয়ার সম্পর্কে জানা উচিৎ ছিল । আমি ওই ব্যক্তির সঙ্গে তখনই যোগাযোগ করি। উনি বলেন, আমার এই কাজটা করা উচিত হয়নি। ভুলবশত করা হয়ে গিয়েছে। এতে আমি অনুতপ্ত ।”

Panchayat Election 2023 : ফের প্রকট গোষ্ঠীদ্বন্দ্ব! জেলা পরিষদের মনোনয়ন নিয়ে শাসকদলের সভাপতি-চেয়ারম্যানের লড়াই

CBI Raid: আলমারিতে লুকিয়ে কোন রহস্য? খোলায় মরিয়া চেষ্টায় CBI

তবে এই বিষয়ে পুরসভার ওই ক্লার্ক অভিজিৎ ঘোষ ক্যামেরার সামনে খুলতে চাননি। তিনি বলেন,” চেয়ারম্যান স্যার এই বিষয়ে আমাকে কোনও মন্তব্য করতে বারণ করেছেন তাই আমি কিছু বলতে পারব না ।” তবে এই বিষয়ে খড়ার পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী বাবু বলেন, ” ওয়ারিশন সার্টিফিকেট কোনও স্টাফ দিতে পারেন না। ওয়ারিশন সার্টিফিকেট চেয়ারম্যান দেবে এবং কাউন্সিলর রেফার করবে সেটাকে ভেরিফাই করে চেয়ারম্যান এই সার্টিফিকেট দেবে । এটা কোনও সার্টিফিকেট-ই নয় । যদি এটা কেউ দিয়ে থাকে সেটা আমরা যথাযথ ব্যবস্থা নেব ।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *