Night Shelters In Kolkata : নতুন দশটি নাইট শেল্টার মহানগরে – kolkata municipality make ten new night shelters in kolkata


এই সময়: কলকাতায় গৃহহীন মানুষের স্বার্থে ১০টি নতুন নাইট শেল্টারের ব্যবস্থা করছে প্রশাসন। এ নিয়ে সম্প্রতি কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুরসভার বস্তি বিভাগের আধিকারিকরা।

মহানগরে বর্তমানে কোথায় গৃহহীন মানুষের বাস বেশি, সে ব্যাপারে তথ্য চেয়ে লালবাজারকে অনুরোধ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই তথ্যের ভিত্তিতে নতুন নাইট শেল্টার বিষয়ে সিদ্ধান্ত হবে। ২০১১-র জনসমীক্ষা অনুযায়ী শহরে নিরাশ্রয় মানুষ ছিলেন ৭০ হাজার।

KMC New Market : ধর্মতলা নিউ মার্কেটে আসছে বড় বদল! চিন্তাভাবনা শুরু পুরসভার
তার পরে ১২ বছর কেটে গেলেও বর্তমানে সংখ্যাটা কত, তার হিসেব নেই। শহরে নাইট শেল্টার মাত্র ৫০টি। আশ্রয় পান ৫ হাজার গৃহহীন। তাই নাইট শেল্টার বাড়ানোর সিদ্ধান্ত।

WB Panchayat Election : মন বদল রুখতে ‘শেল্টার হাউস’, নয়া পথে বিজেপি
পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার বলেন, “পুরসভা ও সমাজকল্যাণ দপ্তরের উদ্যোগে প্রায় ৫০টি নাইট শেল্টার শহরে চালু রয়েছে। আরও শেল্টার প্রয়োজন বলেই তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *