Panchayat Election 2023 : মালদায় ফের তৃণমূলে ভাঙন, কংগ্রেসে যোগদান একাধিক নেতার – many trinamool leader join congress in malda before panchayat election23


Malda News : তৃণমূলে ভাঙন চলছেই মালদায়। এবার জেলার দুই প্রান্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তৃণমূল নেতা কর্মীরা। মালদার হরিশ্চন্দ্রপুরে দলত্যাগ করলেন মালদা জেলা তৃণমূলের সম্পাদক তথা হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হজরত আলি। অন্যদিকে কালিয়াচক তিন নম্বর ব্লকে তৃণমূল ছাড়লেন চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান শাহনারা বিবি, কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহমান ও বেশ কয়েকজন বুথ সভাপতি।

দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলত্যাগ করেন হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হজরত আলি। তার সঙ্গে শতাধিক তৃণমূল কর্মী যোগদান করেন কংগ্রেসে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম। একই দিনে কালিয়াচক তিন নম্বর ব্লকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সহ পাঁচ শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন।

WB Panchayat Election : মনোনয়ন শেষের পরও দলবদল অব্যাহত! বসিরহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান শতাধিক কর্মীর
তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ মালদার সাংসদ আবু হোসেম খান চৌধুরী। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি টিকিট না পেয়ে কেউ কেউ দল ত্যাগ করছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। যদিও এই দলবদলে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব।

দেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক মোস্তাক আলম বলেছেন, “তৃণমূলের দুর্নীতি স্বজনপোষণে সবাই বিরক্ত। তাই একে একে দল ছাড়ছেন অনেক নেতা কর্মী। এদের মধ্যেই অনেকেই আগে কংগ্রেস করতেন। তাঁরা আবার তাঁদের পুরনো দলে ফিরে এলেন।”

Panchayat Election 2023 : প্রার্থী ঘোষণা হতেই দল ছাড়ার ধুম! মেমারিতে ঘাসফুল ছেড়ে হাত শিবিরে যোগদান শতাধিক কর্মীর
হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হজরত আলি বলেন, “বেছে বেছে দুর্নীতিগ্রস্তদের এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দিয়েছে তৃণমূল। এই নিয়ে নিজের মতামত জানাতে গেলে তাতে কর্ণপাত করা হয়নি। শেষ পর্যন্ত আর থাকা গেল না। মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিতে ডুবে গিয়েছে তৃণমূল। আগের তৃণমূল আর নেই।”

এদিকে, মালদা জেলা স্তরের এক শীর্ষ তৃণমূল নেতা জানিয়েছেন, “যাদের টিকিট দেওয়া হয়নি, তাঁরাই দল ছাড়ছেন। এতে দলের কোনও ক্ষতি হবে না। এই ব্যক্তিরা লোভে পড়ে তৃণমূল করতে এসেছিলেন। টিকিট পাননি তাই দল ছাড়ছেন। মানুষ তৃণমূলের সঙ্গে আছে। তাই তৃণমূল কংগ্রেস কোনও কিছুতে ঘাবড়ায় না।”

Panchayat Election : মনোনয়নের শেষ দিনে নাটকীয় মোড়! তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ ৫০০ কর্মীর
এই দলবদলকে খুব একটা আমল না দিতে চাইলেও জেলায় যেভাবে প্রতিদিন তৃণমূল নেতা কর্মীরা একের পর এক কংগ্রেসে যোগ দিচ্ছেন, তাতে পঞ্চায়েত ভোটের আগে যে তৃণমূল খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, একথা মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *