Panchayat Election 2023 : ২ ফুলে ২ জা! চন্দ্রকোণায় জমে উঠছে নির্বাচনী লড়াই – trinamool and bjp candidate in same family member in paschim medinipur chandrakona election23


Paschim Medinipur : শাসক ও বিরোধী দলে এবারে একই পরিবারের দুই সদস্যকে প্রার্থী করা নিয়ে দড়ি টানাটানি দেখা গেল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা এক নম্বর ব্লকের মানিককুন্ডু গ্রাম পঞ্চায়েতের ১৯৪ বুথের কাশকুলি গ্রামের ঘটনা। কাশফুলি গ্রামের মুলা পরিবারের মিতালী মুলা, ও মামনি মুলাকে তৃণমূল ও BJP, দুই দলই প্রার্থী করেছে। মিতালী দাঁড়িয়েছে BJP-র টিকিটে, মামনি দাঁড়িয়েছেন তৃণমূলের টিকিতে।

একই সঙ্গে খাওয়া দাওয়া, রান্না করা থেকে আনাজ কাটা, বাড়ির হেঁসেলের কাজ দুই জা হাতে হাত মিলিয়ে করেন। আর সেই দুই জা এবার, দুই ফুলের দুই প্রার্থী! কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল তৃণমূল BJP দুই দল?

West Bengal Election 2023 : প্রচারে দেওয়াল লিখনে বাধা! প্রার্থী পদ তুলতে হুমকি, আতঙ্কে ব্যারাকপুরের BJP প্রার্থী
জানতে পারা যায়, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এটি BJP-র দখলে যায়। কাশকুলি বুথ এক কথায় BJP-র শক্ত ঘাঁটি। সেই BJP-র ঘাঁটিতে চির ধরাতে কিছুটা হলেও প্রার্থী বাছার ক্ষেত্রে দুশ্চিন্তায় ছিল শাসক দল তৃণমূল। অপর দিকে, BJP-ও প্রার্থী খুঁজতে মরিয়া ছিল। উপযুক্ত প্রার্থী না পেয়ে শেষমেষ তাঁরা সিদ্ধান্ত নেয়, মুলা পরিবারেরই দুই জা-কে প্রার্থী করবে দুই দল।

মামনি মুলার স্বামী আশিস মুলা তৃণমূলের দীর্ঘদিন ধরে সক্রিয় কর্মী। এলাকায় প্রভাবও রয়েছে বেশ। তাই মামনি মুলা কে প্রার্থী করে শাসক দল তৃণমূল। অন্যদিকে মিতালি মুলার স্বামী সুভাষ মুলা আগে তৃণমূল করলেও বর্তমানে বছর পাঁচেক ধরে BJP-র সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি BJP-র একনিষ্ঠ কর্মী। তাই মিতালী মুলাকে BJP প্রার্থী করে।

Panchayat Nirbachan in West Bengal 2023 : লোক কম, পরোয়া নেহি! দেওয়ালে ‘কাস্তে হাতুড়ি’ নিজেরাই আঁকছেন CPIM প্রার্থীরা
কিন্তু দুই জা প্রার্থী হলেও তাঁদের স্বামীরাই করছেন তাঁদের প্রচার। এক কথায় প্রচারে নিজেদের স্ত্রীকে জেতানোর জন্য মরিয়া দুই ভাই। বর্তমানে মুলা পরিবারের প্রবীণ ব্যক্তি দেবাশিস মুলা তিনি আশিস ও সুভাষের বড় দাদা। আশিস আবার বুথ তৃণমূলের সভাপতি।

দেবাশিস বলেন, “দুই ভাইকে বলে দেওয়া হয়েছে বাড়ির বাইরে রাজনীতি করো। ভোট মিটে গেলে যেই জিতুক যেই হারুক পরিবারের রাজনীতি প্রবেশ করানো যাবে না।” আশিস মুলা বলেন, “আমরা সবাই নিজেদের পছন্দমতো রাজনীতি করি। এখানে পরিবারের কোনও সমস্যা নেই। আমরা সবাই মিলে মিশেই থাকি। যেই জিতুক না কেন, আমাদের পরিবার যেমন ছিল, ঠিক তেমনই থাকবে।”

Panchayat Election 2023 : প্রচারে বেরিয়েই তৃণমূল কার্যালয়ে গিয়ে ভোট প্রার্থনা BJP প্রার্থীর! অবাক কাণ্ড আলিপুরদুয়ারে
এক কথায় যেখানে রাজ্য রাজনীতিতে তৃণমূল BJP একে অপরের প্রতিপক্ষ, সেইখানে দেখার কাশকুলি গ্রামে রাজনীতিতে কোন ফুল ফোটান এই দুই জা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *