Panchayat Nirbachan 2023: উলটপূরাণ! তৃণমূল শূন্য গ্রামসভার আসন, অভিষেকের নির্দেশে উপপ্রধানের গ্রেফতারির পর নেই কোনও প্রার্থী


WB Panchayat Election : রাজ্যের একাধিক জেলায় ৩১২ ব্লকে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল তৃণমূল। এমন আবহে তমলুকের মিরিকপুরে উলটপূরাণ। তৃণমূলকে ছাড়াই ভোটের লড়াই তমলুক ব্লকের পদুমপুর- ১ গ্রাম পঞ্চায়েতের মিরিকপুর ১৫ নম্বর গ্রামসভা আসনে।মিরিকপুর আসনের বিদায়ী তৃণমূল সদস্য তথা গ্রাম-পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুকুমার নায়ক বর্তমানে জেলবন্দি। তাঁর পরিবর্তে সেখানে তৃণমূলের হয়ে কেউই মনোনয়ন জমা করেননি। ফলত, ওই আসনে এবার তৃণমূলমুক্ত লড়াই হতে চলেছে। লড়াইয়ে আছেন বিজেপির লক্ষ্মণ গুড়িয়া, সিপিএমের শ্রীকান্ত পাল, আম প্রতীকের নির্মল কুইল্যা আর বটগাছ চিহ্নের পূর্ণচন্দ্র তুঙ্গ।

BJP Candidate Win Panchayat Election: মনোনয়নের ভুলে বাতিল তৃণমূল প্রার্থী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি

প্রসঙ্গত, ওই গ্রামসভার আসনটি ২০০৩ সাল থেকে টানা চারবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দল তৃণমূল কংগ্রেসের প্রতীকেই প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৩-এ এসে সেই একটানা জয়ে ছেদ পড়ল। এ বিষয়ে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই আসনে তৃণমূলের হয়ে কেউ মনোনয়ন না জমা করলেও, দলের দুই কর্মী নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছিলেন। তাঁদের একজনকে ঘাসফুলের প্রতীকও দেওয়া হয়েছিল। কিন্তু সজল মাজি নামের ওই প্রার্থী শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তৃণমূলের কেউ সেখানে প্রার্থী হতে পারেননি।

Panchayat Election in West Bengal : সুশান্ত ঘোষের বুথ বেনাচাপড়ায় প্রার্থী দিতে পারল না CPIM,ব্যাখাও দিলেন প্রাক্তন মন্ত্রী

যদিও বিষয়টি নিয়ে ভাবিত নন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এবিষয়ে পদুমপুর- ১ অঞ্চল তৃণমূলের সভাপতি দীপনারায়ণ সাহু বলেন, ”সুকুমার নায়েক গ্রেফতার হয়েছেন। যা সাধারণ তৃণমূলকর্মীরা মেনে নিতে পারেননি। নেতা জেলবন্দি থাকায় অন্য কেউও প্রার্থী হতে চাননি। নির্দল প্রার্থী নির্মল কুইল্যা আমাদের দলেরই সদস্য। ফলে ভোটে কোন অসুবিধা হবে না, গ্রাম-পঞ্চায়েত আমাদের দখলেই থাকবে।” অর্থাৎ সরকারিভাবে প্রার্থী না দিলেও জয় নিয়ে নিশ্চিত স্থানীয় জোড়াফুল নেতৃত্ব।

WB Panchayat Election: ১৯-এর গেরুয়া গড়ে আঠারোর পুনরাবৃত্তি, অভিষেক আশ্বাসের বিপরীতে বাঁকুড়ায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

Panchayat Election: ‘তুই বড় না মুই বড়’, তৃণমূলে বিক্ষোভের জোয়ার

সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে এসে পদুমপুর গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নায়কের নামে নানা অনিয়ম-বেনিয়মের অভিযোগ শোনেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্ষুব্ধ দলনেতা তৃণমূল সাংসদ অভিষেকের নির্দেশে তমলুক থানায় অভিযোগ জমা হয় এবং গ্রেফতার করা হয় পদুমপুর গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নায়ককে। বর্তমানে তিনি জেলবন্দি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *