Rain In Kolkata : সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি, বজ্রাঘাত নিয়ে সতর্ক করল হাওয়া অফিস – rainfall will increase in kolkata imd gives warning about thunderstorm activity


বর্ষা প্রবেশ করেছে রাজ্যের বেশিরভাগ অংশে। জেলায় জেলায় স্বস্তি ফেরাচ্ছে বৃষ্টিপাত। কিন্তু, বাজ পড়ে মৃত্যু নিয়ে উদ্বেগে হাওয়া অফিস। শুক্রবার রাজ্যজুড়ে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

একনজরে কলকাতার আবহাওয়া…
শহর কলকাতাতে স্বস্তি ফিরিয়েছে বৃষ্টিপাত। ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবারও তিলোত্তমায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সকাল থেকেই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার সকালে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

Rain In Kolkata : সকাল থেকেই আকাশ মেঘলা, সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি?
শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৩ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত বাড়তে পারে কলকাতাতে।

Weather Update : একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি, নদিয়া সহ ৫ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের আরও কিছু অংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। ফলে বৃষ্টিপাত চলবে জেলায় জেলায়। শনি এবং রবিবার বাড়তে পারে বৃষ্টি। পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং আংশিক পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে এখনও মৌসুমী বায়ু প্রবেশ করেনি।

এদিকে বৃষ্টি হলেও কমছে না গরম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বর্তমানে বেশ বেশি। আর সেই কারণেই অস্বস্তি বজায় থাকছে।

Rainfall Forecast : ৪০ কিলোমিটার বেগে ঝড়-সঙ্গে ঝেঁপে বৃষ্টি, রবিবার দিনভর দুর্যোগ!
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশের কারণে টানা বৃষ্টিপাত চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, হিমালয় সংলগ্ন পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাত কিছুটা কমবে। শনিবার থেকে উত্তরবঙ্গে হাওয়া বদলের একটা পূর্বাভাস দেওয়া হয়েছে। এই দিন থেকে স্বাভাবিক হবে বৃষ্টি।

Kolkata Weather : সাত সকালেই আকাশ কালো করে মুষলধারে বৃষ্টি, দিনভর দুর্যোগের পূর্বাভাস
‘দামিনী’ অ্যাপ ব্যবহারের পরামর্শ…
কোন এলাকায় বজ্রপাত হবে, তা আগে থেকে নির্দিষ্ট করা অত্যন্ত কষ্টসাপেক্ষ বিষয়। কিন্তু, এই প্রসঙ্গে আবহাওয়া দফতরের ‘দামিনী’ অ্যাপটি ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আলিপুর আবহাওয়া দফতের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কোন এলাকায় বাজ পড়তে চলেছে তা কমপক্ষে ৩০ মিনিট আগে জানান দেয় অ্যাপটি। সেই সময় ফাঁকা কোনও জায়গাতে বা গাছের নীচে না থাকলে বজ্রপাত জনিত দুর্ঘটনা এড়ানো সম্ভব বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *