Bhangar CID : ভাঙড়ে পৌছঁল CID-র দল! তিন মৃ্ত্যুর তদন্তে গোয়েন্দা সংস্থায় – cid started investigation on bhangar three murder case


পঞ্চায়েত ভোট ঘোষণার আগে থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়ের পরিস্থিতি। ভোট ঘোষণার পর রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এই এলাকা। মুড়িমুড়কির মতো পড়তে থাকে বোমা। গুলিতে তিনজনের মৃত্যু হয়। ভাঙড়ের ঘটনায় পুলিশ-প্রশাসনের ব্যর্থতার দিকে আঙুল উঠেছিল। শনিবার এই ঘটনার তদন্তভার হাতে নিল সিআইডি।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বোমবাাজি ও গোলাগুলির ঘটনায় দুজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং একজন আইএসএফ সমর্থকের মৃত্যুর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তভার নিলেন সিআইডির আধিকারিক। শনিবার বিকেশে কাশীপুর থানায় আসেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। পরে থানা থেকে বেরিয়ে ভাঙড় বিজয়গঞ্জ বাজার পরিদর্শন করেন। যে এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে যায় সিআইডি আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে দেখা যায় সিআইডি আধিকারিকদের।

WB Panchayat Election : আরাবুলের বিরুদ্ধে খুনের মামলা রুজু! অভিযোগ দায়ের মৃত মইনুদ্দিনের বাবার
সিআইডি আধিকারিকদের ভাঙড়ে আসার ঘটনায় স্থানীয় বাসিন্দা নুরুল খান বলেন, ‘মনোনয়ন পর্বে ভাঙড়ে আমরা যে ঘটনা দেখলাম, তা বিশ্বাস হচ্ছে না। এমন গন্ডগোল এই এলাকায় আগে কখনও দেখিনি। আজ শুনলাম তদন্ত কররা জন্য সিআইডি আধিকারিকরা এসেছেন। আমরা চাই প্রশাসন যেন পঞ্চায়েত নির্বাচনে সব ধরনের হিংসা বন্ধ করে। আর কিছুর প্রয়োজন নেই।’

অন্যদিকে রাজ্যের অন্যান্য জেলার মতো আজ ভাঙড়ে এসে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। ভাঙড়ের বিভিন্ন এলাকায় রুটমার্চ করতে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে। এতে ভাঙড়ে সন্ত্রাস বন্ধ হয় কি না, সেটাই এখন দেখার।

Calcutta High Court Nawsad Siddiqui : নওশাদকে দিতে হবে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা! ‘বড়’ নির্দেশ বিচারপতি মান্থার
পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। বিডিও অফিসের সামনেই মনোননয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় চলতে থাকে সংঘর্ষ। নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গোটা ঘটনায় পরস্পর পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে আইএসএফ ও তৃণমূল।

ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেও মুখ্যমন্ত্রী দেখা করেননি। গোটা ঘটনার জন্য তৃণমূলকে দায়ী করেন নওশাদ। তিনি বলেন, ‘ইচ্ছাকৃতভাবে ভাঙড়ে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। বাইরে থেকে গুণ্ডাদের নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী চাইলে আমরা মনোনয়ন তুলে নিতেও রাজি শান্তির জন্য’

Abbas Siddiqui : নওশাদের পর এবার ভাঙড়ে আব্বাস, নিহত ISF কর্মীর শেষকৃত্যে যোগ দিলেন ‘ভাইজান’
অন্যদিকে গোটা ঘটনার জন্য আইএসএফের দিকে অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এই ঘটনার জন্য সংখ্যালদের ভুল বোঝানো হয়েছে। বিজেপির উস্কানিতে একটি দল এই কাজ করছে। আমরা পুলিস প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *